ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে অর্নবের একক সঙ্গীতানুষ্ঠান

প্রকাশিত: ০৪:০৬, ১২ এপ্রিল ২০১৬

জয়পুরহাটে অর্নবের একক সঙ্গীতানুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাট সঙ্গীত চক্রের মাসিক সাংস্কৃতিক পরিবেশনা সেঁজুতি অনুষ্ঠানে এবার একক সঙ্গীত পরিবেশন করে আনাস আফ্রিদী অর্নব। শনিবার রাতে জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দর্শকশিল্পী ২৪টি গান পরিবেশন করেন। শিল্পীর প্রতিটি পরিবেশনা মোহবিষ্ট হয়ে উপভোগ করেন শ্রোতারা। তারা মুহুর্মুহু করতালিতে শিল্পীকে উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে শিল্পী রবীন্দ্র, নজরুল, লালনগীতিসহ পুরনো দিনের গান গেয়ে শ্রোতাদের আবিষ্ট করে রাখে। একক সঙ্গীতের এই অনুষ্ঠানে শিশু শিল্পী সারিনা পূর্ণ প্রভা দিয়ার নৃত্য নতুন মাত্রা যোগ করে। প্রতিবারের ন্যায় এবারেও অনুষ্ঠানে জয়পুরহাটের সাংস্কৃতিক অঙ্গনের গুণী শিল্পী হিয়া দাসকে সম্মাননা দেয়া হয়। ‘সেঁজুতি’ অনুষ্ঠানটি প্রতি মাসেই নতুন নতুন শিল্পীদের দর্শক শ্রোতাদের সামনে তাদের গান দিয়ে উপস্থিত হয়।
×