ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাশিয়াকে স্থিতিহীন করার চেষ্টা করছে প্রতিপক্ষরা ॥ পুতিন

প্রকাশিত: ০৩:৩০, ৯ এপ্রিল ২০১৬

রাশিয়াকে স্থিতিহীন করার চেষ্টা করছে  প্রতিপক্ষরা ॥ পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পানামা পেপার্স কেলেঙ্কারিতে তার নাম আসার প্রতি ইঙ্গিত করে ‘কোন ধরনের দুর্নীতির’ সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করেন, তার প্রতিপক্ষরা রাশিয়াকে স্থিতিহীন করার চেষ্টা করছে। খবর বিবিসির। পানামা পেপার্স ফাঁস হয়ে যাওয়ার পর বিশ্বজুড়ে হইচই শুরু হওয়ার প্রেক্ষাপটে প্রথমবারের মতো এ ব্যাপারে মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট। পানামার একটি ল’ ফার্মের ফাঁস হয়ে যাওয়া গোপন নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী একটি সন্দেহজনক অর্থ পাচারকারী চক্রের সঙ্গে জড়িত বলে প্রকাশ পায়। এসব নথিতে কোটি কোটি ডলার পাচারের একটি চক্রের সন্ধান মিলেছে, যা পরিচালিত হয় রুশ মালিকানাধীন ব্যাংক রোশিয়ার মাধ্যমে। রাশিয়া ক্রিমিয়াকে নিজেদের অংশ করে নেয়ার পর ব্যাংক রোশিয়া নামের ওই ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বিদেশী কোম্পানিগুলোর মাধ্যমে ব্যাংকটি কিভাবে অর্থ পাচার করে আসছিল তা ফাঁস হওয়া নথির মাধ্যমেই প্রথম জানা যাচ্ছে। নথিতে দেখা যায় সোনেত্তি ওভারসিস, ইন্টারন্যাশনাল মিডিয়া ওভারসিস, সানবার্ন ও স্যান্ডালউড কন্টিনেন্টাল নামে ভুয়া শেয়ার হস্তান্তর, মিথ্যা পরামর্শক চুক্তি, অবাণিজ্যিক ঋণ এবং অবমূল্যায়িত সম্পত্তি কেনার মাধ্যমে কিভাবে লাভবান হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু সের্গেই রোলদুগিন ইন্টারন্যাশনাল মিডিয়া ওভারসিস ও সোনেত্তি ওভারসিসের মালিক। কোন ধরনের দুর্নীতির সঙ্গে নিজের জড়িত থাকার বিষয়টি প্রত্যাখ্যান করে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে পুতিন বলেন, রাশিয়ার পশ্চিমা প্রতিপক্ষরা রুশদের সংহতি ও ঐক্য দেখে অস্বস্তি বোধ করছে। আর এ কারণেই তারা আমাদের বাধ্য করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, তারা পানামা পেপার্সে পুতিনের নাম খুঁজে পায়নি। তারা তথ্যের একটি পণ্য তৈরি করেছে। তারা আমার কয়েকজন পরিচিত ও বন্ধুর নাম পেয়েছে, সেটা ধরেই তারা আমাকে জড়ানোর চেষ্টা করেছে। এ প্রসঙ্গে পুতিন উইকিলিকসের প্রসঙ্গ সামনে আনেন। সেখানে অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের দ্য অর্গানাইজড ক্রাইম এ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি) ও ইউএসএইড প্রতিষ্ঠান দুটি পুতিনকে আক্রমণ করার জন্য পানামা পেপার্স তৈরি ও অর্থায়ন করেছে।
×