ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্যারিসে উত্তেজনাপূর্ণ ম্যাচে হাস্যকর গোল হজম জো হার্টের, আফসোস কোচ পেলেগ্রিনির

পিএসজিকে রুখে দিয়ে সেমির স্বপ্ন ম্যানসিটির

প্রকাশিত: ০৬:২৮, ৮ এপ্রিল ২০১৬

পিএসজিকে রুখে দিয়ে সেমির স্বপ্ন ম্যানসিটির

স্পোর্টস রিপোর্টার ॥ কোয়ার্টার ফাইনালে উঠেই ইতিহাস গড়েছে ম্যানচেস্টার সিটি। এখান থেকে সেমিফাইনালে নাম লিখিয়ে ইতিহাসটা আরও মজবুত করতে চায় ইংলিশ ক্লাব। এ লক্ষ্যে প্রথম ধাপটা সফলই হয়েছে বলতে হবে! বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে শেষ আটের প্রথম লেগের ম্যাচে স্বাগতিক প্যারিস সেইন্ট-জার্মেইনকে ২-২ গোলে রুখে দিয়েছে অতিথি ম্যানসিটি। প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে ভাগ্য ভাল হলে জয়ও পেতে পারত ম্যানুয়েল পেলেগ্রিনির দল। কিন্তু প্রতিপক্ষকে হাস্যকর গোল উপহার দেয়ায় সেটা হয়নি। অবশ্য জয়ের সুযোগ ছিল পিএসজিরও। জ¬াতান ইব্রাহিমোভিচ পেনাল্টি মিস না করলে হয়ত এগিয়ে থাকত লরেন্ট ব্লাঙ্কের দল। উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে কেউ না হারলেও বেশ তৃপ্তি নিয়েই ফিরেছে পেলেগ্রিনির দল। কেননা দ্বিতীয় লেগের ম্যাচটি নিজেদের মাঠে খেলবে সিটিজেনরা। মূল্যবান দুটি এ্যাওয়ে গোল থাকায় ১২ এপ্রিলের ম্যাচে ১-১ গোলে ড্র করলেও প্রথমবারের মতো সেমিফাইনালের টিকেট পাবে ম্যানসিটি। ম্যাচে মিশ্র অভিজ্ঞতা হয়েছে সিটি অধিনায়ক ও গোলরক্ষক জো হার্টের। পেনাল্টিসহ কয়েকটি দুর্দান্ত সেভ করেন। ম্যাচের শুরুতেই দলকে রক্ষা করেন হার্ট। পেনাল্টি বাঁচিয়ে পিএসজিকে এগিয়ে যাওয়ার সুবিধাটা নিতে দেননি। ইব্রাহিমোভিচের শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইংলিশ এই গোলরক্ষক। পিএসজির সেরা তারকা ইব্রা প্রথমার্ধে আরেকটি গোলের সুযোগ নষ্ট করেন। জো হার্টকে একা পেয়ে পেয়েও লক্ষ্যে পৌঁছাতে পারেননি বল। সিটির ডেভিড সিলভাও এই অর্ধে সহজ একটি গোলের সুযোগ নষ্ট করেন। অবশেষে ম্যাচের ৩৮ মিনিটে এগিয়ে যায় সিটি। ফার্নান্ডিনহোর পাস থেকে গোল করলেন কেভিন ডি ব্রুইনে। সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ৪১ মিনিটে পিএসজিকে খেলায় ফিরিয়ে নিয়ে আসেন ইব্রাহিমোভিচ। গোলরক্ষক হার্টের আলতো করে নেয়া গোলকিক বক্সের বাইরে থাকা ফার্নান্ডিনহো ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। পাশে থাকা ইব্রাহিমোভিচ ছুটে এলে বিপন্মুক্ত করার চেষ্টা করেন এই ব্রাজিলিয়ান, কিন্তু শেষরক্ষা হয়নি। ফার্নান্ডিনহোর তড়িঘড়ি করে বল ক্লিয়ার করতে গেলে ইব্রার পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। লীগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লীগ মিলিয়ে চলতি মৌসুমে এটি ইব্রাহিমোভিচের ৩৫ নম্বর গোল। বিরতির পর ৫৯ মিনিটে আদ্রিয়েন রাবিওটের গোলে এগিয়ে যায় গত তিন মৌসুমেই কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়া পিএসজি। এ্যাঞ্জের ডি মারিয়ার কর্নারে এডিনসন কাভানির নেয়া হেড ফেরালেও বক্সের মধ্যে ডানদিকে সুবিধাজনক জায়গায় থাকা ফরাসী এই মিডফিল্ডারের শট আটকাতে পারেননি হার্ট। এগিয়ে গেলেও নিজেদের রক্ষণভাগের ব্যর্থতায় ব্যবধান ধরে রাখতে পারেনি পিএসজি। ৭২ মিনিটে সমতায় ফেরে সিটি। সিটির সানিয়ার ক্রস বিপদমুক্ত করতে ব্যর্থ হন সাবেক ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা। গোলমুখে থাকা ফার্নান্ডিনহোর শট স্বাগতিক এক খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়। বাকি সময় আর গোল না হলে সমতাবস্থাতেই শেষ হয় ম্যাচ। ম্যাচ শেষে ম্যানসিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনির কণ্ঠে ঝরেছে আফসোস। কিছুতেই মেনে নিতে পারছেন না ফার্নান্ডিনহো ও জো হার্টের ভুল বোঝাবুঝিতে ইব্রাহিমোভিচের সমতাসূচক গোলটির কথা। এ প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের ভুল করলে চ্যাম্পিয়ন্স লীগের বড় পরিসরে আমাদের টিকে থাকা খুব কষ্টকর হয়ে পড়বে। পেলেগ্রিনি আরও বলেন, পিএসজির দ্বিতীয় গোলটি ছিল অফসাইড। এই গোলটির দায় আমি আমার দলের ডিফেন্ডারদের দেব না। গোলটি পুরোপুরি লাইনসম্যানের ভুলে হজম করতে হয়েছে আমাদের। নিজেদের মাঠে ড্র করলেও সেমির স্বপ্নই দেখছেন পিএসজি কোচ লরেন্ট ব্লাঙ্ক। বলেন, ম্যানচেস্টারের মাঠে গিয়ে আমরা প্রমাণ করব, আমরা কেবল নিজেদের মাঠেই নয়, প্রতিপক্ষের মাঠেও গোল করতে পারি। বোঝাই যাচ্ছে ফিরতি লেগটা আগুন ঝরানোই হবে হয়ত।
×