ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেঘনা ব্যাংকের বিভিন্ন কমিটির চেয়ারম্যান নির্বাচন

প্রকাশিত: ০৪:২০, ৭ এপ্রিল ২০১৬

মেঘনা ব্যাংকের বিভিন্ন কমিটির চেয়ারম্যান নির্বাচন

সম্প্রতি মেঘনা ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়াছিন আলী। তিনি হাবিব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। এ ছাড়া রফতানিমুখী দিগন্ত সুয়েটার্স লিঃ, কসমস সুয়েটার্সের কর্ণধার মোঃ কামাল উদ্দিন ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম খান সেলিম। তিনি ক্যাপিটাল হোমস এ্যান্ড ডেভেলপমেন্ট লি.-এর চেয়ারম্যান এবং ঢাকা ইমপেক্স কোম্পানির কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন। তিনি প্যারামাউন্ট ে টেক্সটাইলের কর্ণধার হিসেবে ব্যবসা পরিচালনা করছেন। তাদের প্রত্যেকেই নিজ নিজ ব্যবসায় সুপ্রতিষ্ঠিত এবং অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন। -বিজ্ঞপ্তি। অবহেলিত বীমা খাত, নিয়ন্ত্রক সংস্থায় লোকবল সঙ্কট অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে প্রায় ৭৭টি সাধারণ ও জীবন বীমা প্রতিষ্ঠান থাকলেও সেগুলো নিয়ন্ত্রণ করতে যে পরিমাণ লোকবল প্রয়োজন তা নেই বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম. শেফাক আহমেদ। তিনি আরও জানান, বর্তমানে মাত্র ২৫ শতাংশ লোকবল দিয়ে কার্যক্রম পরিচালনা করছে আইডিআরএ। বুধবার রাজধানীর মতিঝিলের আইডিআরএর কার্যালয়ে বীমা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এম. শেফাক আহমেদ। আইডিআরএ চেয়ারম্যান বলেন, লোকবল সঙ্কটে ভুগছে বীমার নিয়ন্ত্রণকারী সংস্থা। প্রয়োজনের চেয়ে ৭৫ শতাংশ কম লোকবল নিয়ে দেশের বীমা খাত নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে আমাদের। বীমা খাত পিছিয়ে থাকার কারণ হিসেবে এম. শেফাক আহমেদ বলেন, বীমার নিয়ন্ত্রক প্রতিষ্ঠানে যথেষ্ট লোকবল ও অবকাঠামোর অভাব রয়েছে। এছাড়া বেসরকারী খাতের বীমা কোম্পানিগুলো পরিচালনার জন্য দক্ষ ব্যবস্থাপক সঙ্কট; দক্ষ লোকবল সঙ্কট এবং পরিচালন অদক্ষতার কারণে এ খাতে নানা অনিয়ম রয়েছে। এমন পরিস্থিতিতে বীমা খাতের ওপর জনগণের আস্থার পরিবেশও তৈরি হচ্ছে না বলে জানান তিনি। বীমা খাত অবহেলিত উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে নিরলসভাবে কাজ করছে আইডিআরএ।
×