ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিয়ামি ওপেনের ফাইনালে বেলারুশ সুন্দরীর প্রতিপক্ষ রাশিয়ার সভেতলনা কুজনেতসোভা

মাইলফলকের সামনে আজারেঙ্কা

প্রকাশিত: ০৬:২৭, ৩ এপ্রিল ২০১৬

মাইলফলকের সামনে আজারেঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ চোট কাটিয়ে যেন নিজের মতোই ফিরলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। ইন্ডিয়ান ওয়েলসের পর মিয়ামি ওপেনেও দুর্দান্ত খেলেছেন তিনি। শুক্রবার টুর্নামেন্টের সেমিফাইনালে জার্মানির এ্যাঞ্জেলিক কারবারকে পরাজিত করে ফাইনালের টিকেট নিশ্চিত করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কা শেষ চারের লড়াইয়ে ৬-২ এবং ৭-৫ সেটে পরাজিত করেন অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন এ্যাঞ্জেলিক কারবারকে। মিয়ামি ওপেনের শিরোপা জয়ের লড়াইয়ে তেরতম বাছাই আজারেঙ্কার প্রতিপক্ষ এখন রাশিয়ার সভেতলনা কুজনেতসোভা। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে রুশ তারকা ৭-৫ এবং ৬-৩ সেটে হারান সুইজারল্যান্ডের তিমিয়া বাসিনস্কিকে। মিয়ামি ওপেনের দুইবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা। এবার কুজনেতসোভাকে হারাতে পারলে ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে তিন কিংবা তারও বেশিবার মিয়ামি ওপেনের শিরোপা জয়ের রেকর্ড গড়বেন বেলারুশ সুন্দরী। এর আগে তিন কিংবা তারও বেশিবার মিয়ামির চ্যাম্পিয়ন হওয়া খেলোয়াড়রা হলেন ঃ আমেরিকার ভেনাস উইলিয়ামস, তার ছোট বোন সেরেনা উইলিয়ামস এবং স্টেফিগ্রাফ। এই টুর্নামেন্টে সর্বোচ্চ আটবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আমেরিকান কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের। তারপর পাঁচবার জিতেছেন জার্মান কিংবদন্তি স্টেফিগ্রাফ। আর তিনবার জিতে এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন ভেনাস উইলিয়ামসও। এবার মিয়ামি ওপেনের শিরোপা নিজের শোকেসে তুলতে পারলে আরও একটি মাইলফলক স্পর্শ করবেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। টেনিস ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেনে টানা দুইবার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবেন তিনি। এর আগে এই কীর্তি গড়া টেনিসের দুই তারকা হলেন স্টেফিগ্রাফ ও অস্ট্রেলিয়ার কিম ক্লাইস্টার্স। এদিকে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারাতে পারলে ২০০৯ সালের পর প্রথমবারের মতো বড় কোন ডব্লিউটিএ শিরোপা জয়ের স্বাদ পাবেন সভেতলনা কুজনেতসোভা। গত মৌসুমের শেষ মুহূর্তে নিজের ঘরের মাঠের সমর্থকদের মন জয় করেছিলেন ক্রেমলিন কাপের শিরোপা জিতে। চলতি মৌসুমের যাত্রা শুরু করেছিলেন সিডনি ওপেনের শিরোপা নিজের শোকেসে তুলে। তবে সাত বছর আগে চায়না ওপেনই তার বড় কোন ট্রফি জয়ের স্মৃতি। এবার কি পারবেন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে নিজেকে আরও পাদপ্রদীপের আলোয় নিয়ে আসতে? তবে মুখোমুখি লড়াইয়ে তারা ৪-৪ ব্যবধানে সমানে সমান। চলতি বছরে দু’জনই একটি করে শিরোপা জিতেছেন। তবে সম্প্রতি ইন্ডিয়ান ওয়েলসে পরাজয়ের পর থেকেই যেন টেনিস কোর্টে অনুশীলনে আরও বেশি সময় দিয়েছেন কুজনেতসোভা। যা তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।
×