ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার জাতিসংঘে নিষিদ্ধ শারাপোভা

প্রকাশিত: ০৪:২৯, ১৭ মার্চ ২০১৬

এবার জাতিসংঘে নিষিদ্ধ শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ নাইকি-পোরশের মতো স্পন্সর প্রতিষ্ঠানগুলো আগেই সম্পর্কোচ্ছেদ করে মারিয়া শারাপোভার সঙ্গে। ডোপ টেস্টে পজিটিভ রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভার সাথে এবার কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন জাতিসংঘের অন্যতম উন্নয়ন প্রকল্প ইউএনডিপিও। ২০০৭ সাল থেকে এই সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে কাজ করে আসছেন মাশা। যতদিন শারাপোভার এই ঘটনাটির তদন্ত চলবে ততদিন তার সাথে আর কোন সম্পর্ক না রাখার ঘোষণা দিয়েছে সংস্থাটি। যদিও এই সময়ের মধ্যে শারাপোভার সহযোগিতার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইএনডিপি। এদিকে রাশিয়ায় একটি কনফেকশনারি কোম্পানি টেনিস থেকে সাময়িক বরখাস্ত মারিয়া শারাপোভাকে অভিনব উপায়ে সমর্থন জানিয়েছে। কোম্পানিটি তাদের একটি ললিপপের গায়ে শারাপোভার মুখের আদলে একটি ছাপ বসিয়ে বাজারে ছেড়েছে। সেন্ট পিটার্সবার্গের এই কোম্পানির নাম রুবিসকুকিজ। এক অনুষ্ঠানে রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভার প্রতি সমর্থন জানাতে কোম্পানিটি তাদের এই পণ্যটি বাজারে ছেড়েছে। ডোপিং স্ক্যান্ডালে পড়ে খেলা থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা। এক পরীক্ষায় তার শরীরে নিষিদ্ধ মেলডোনিয়ামের উপাদান পাওয়া যাওয়ার পর তাকে খেলা থেকে দূরে রাখতে বলা হয়েছে। তার ওপর এই নিষেধাজ্ঞা চার বছর পর্যন্ত দীর্ঘ হতে পারে। কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, মারিয়া শারাপোভা আমাদের সবসময় অনুপ্রাণিত করেছেন। একজন এ্যাথলেট এবং একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে। তার দক্ষতা ও প্রতিভা নিয়ে কারও কোন সন্দেহ নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে, কবে এই নিষেধাজ্ঞার অবসান ঘটবে আমরা তার জন্যে অপেক্ষা করবো না। আমরা মারিয়াকে সমর্থন জানাতে চাই। আমরা আমাদের মতো করে তার প্রতি সমর্থন জানাচ্ছি। এই ললিপপ চিনি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কোন মেলডোনিয়াম নেই। চকলেটের গায়ে একটি স্টিকার লাগানো আছে। তাতে লেখা, ১০০% শারাপোভা; নেই মেলডোনিয়াম। একেকটি ললিপপের দাম রাখা হয়েছে ৫০ রুবল।
×