ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাইবার নিরাপত্তায় ব্যাংকগুলো খরচ করে বাজেটের মাত্র সাড়ে তিন শতাংশ

প্রকাশিত: ০৩:৫৭, ১৫ মার্চ ২০১৬

সাইবার নিরাপত্তায় ব্যাংকগুলো খরচ করে বাজেটের মাত্র সাড়ে তিন শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের ব্যাংকগুলো তাদের কম্পিউটার সিস্টেম গড়ে তোলার জন্য যে অর্থ খরচ করে তার খুব সামান্য অংশই এই আইটি সিস্টেমের নিরাপত্তার জন্য খরচ হয়। সাইবার নিরাপত্তার জন্য বাংলাদেশের ব্যাংকগুলো এখন তাদের বাজেটের মাত্র তিন-সাড়ে তিন শতাংশ অর্থ খরচ করে - যা হওয়া উচিত ১৫-২০ শতাংশ। এ তথ্য দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান। বাংলাদেশের ব্যাংকগুলোর কম্পিউটার সিস্টেম কতটা সুরক্ষিত? নিরাপত্তার জন্য কত অর্থ খরচ করে ব্যাংকগুলো? মার্কিন ফেডারেল ব্যাংকে থাকা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের এ্যাকাউন্ট থেকে ১০০ কোটি ডলার হাতিয়ে ঘটনার নেবার পর এ প্রশ্নগুলো অনেকেই তুলছেন। এ ব্যাপারে মাহবুবুর রহমান বলেন, গত ২০ বছরে আইটি খাতে প্রায় ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ব্যাংকগুলো। কিন্তু এই বিনিয়োগের অন্তত ১৫ শতাংশ খরচ হওয়া উচিত এই সিস্টেমকে নিরাপদ ও সুরক্ষিত রাখার জন্য। কারণ এখন অনলাইন ব্যাংকিংয়ের যুগ, আন্তর্জাতিক লেনদেন, মোবাইল ব্যাংকিং- সবকিছুতে সাইবার প্রযুক্তি ব্যবহার হচ্ছে।’ মি. রহমান বলেন, এ জন্য ব্যাংকগুলোর যে বাজেট থাকের তার ১০ থেকে ২০ শতাংশই নিরাপত্তার জন্য বরাদ্দ হওয়া উচিত। কিন্তু তিন বছর আগেও ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তার জন্য মাত্র এক শতাংশেরও কম অর্থ খরচ করত। এখন তা বেড়েছে, কিন্তু তার পরিমাণ এখনও তিন থেকে সাড়ে তিন শতাংশের মতো। তিনি আরও বলেন, আইটিতে বিনিয়োগ করতে হলে যে পরিমাণ সচেতনতা, জ্ঞান এবং প্রযুক্তির সহজলভ্যতা থাকতে হয় - বাংলাদেশে তার অভাব আছে। আইটি ক্ষেত্রে যে ধরনের যোগ্যতাসম্পন্ন লোক নেয়া দরকার, ব্যাংকগুলোতে তা প্রায়ই থাকে না। তা ছাড়া বাংলাদেশে এ ক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরি হলে তারা দেশে থাকতে চান না। ব্যাংকগুলোর কম্পিউটার সিস্টেমের ওপর সাইবার এ্যাটাক রোধ করার জন্য ব্যাংকগুলোর আরও বেশি মনোযোগী হওয়া উচিত, তা নাহলে গ্রাহকদের আস্থার গুরুতর ক্ষতি হবে।
×