ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৩:৫৬, ১৫ মার্চ ২০১৬

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সোমবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা এবং কনসোলিডেটেড ইপিএস ১ টাকা ২৬ পয়সা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ২০ পয়সা এবং কনসোলিডেটেড এনএভি ১৪ টাকা ২৮ পয়সা। ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল। -অর্থনৈতিক রিপোর্টার ৪র্থ আইসিবি ফান্ডকে বে-মেয়াদী রূপান্তরে অনুমোদন পুঁজিবাজারে তালিকাভুক্ত ফান্ড খাতের কোম্পানি চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ডকে মেয়াদী থেকে বে-মেয়াদীতে রূপান্তরে অনুমোদন দিয়েছেন ইউনিটহোল্ডাররা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার অনুষ্ঠিত ইউনিটহোল্ডারদের সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় ফান্ডটিকে বে-মেয়াদীতে রূপান্তরের পক্ষে শতভাগ ইউনিটহোল্ডার ভোট দেন। আরও জানা গেছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরে কার্যক্রম শুরু হবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ফান্ডটির লেনদেন পুঁজিবাজারে বন্ধ থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×