ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কোলগেট ৩ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করবে

প্রকাশিত: ০৪:১৫, ১৪ মার্চ ২০১৬

কোলগেট ৩ হাজার ৮০০ কর্মী ছাঁটাই  করবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ৩ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক পণ্য উৎপাদন ও বিশ্বের সবচেয়ে বড় টুথপেস্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান কোলগেট-পালমোলিভ কোম্পানি। পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানিটি। কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে ৩৩০০ থেকে ৩৮০০ কর্মী ছাঁটাই হতে পারে। সামষ্টিক অর্থনীতির বিপরীতে ডলারের শক্তিশালী অবস্থান ছাড়াও বেশকিছু প্রতিকূলতার কারণে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এর আগে ২০১৬ সালের মধ্যে পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল কোলগেট-পালমোলিভ কোম্পানি। ওই সময়ের মধ্যে ২৭০০ থেকে ৩২০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিল কোম্পানিটি। তবে সেই সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি। পুনর্গঠনের জন্য আগের সিদ্ধান্তের বাস্তবায়ন স্থগিত করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৬ সালের মধ্যে ২৭০০ থেকে ৩২০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত পরিবর্তন করেছে কোলগেট। পুনর্গঠনের মেয়াদ আরও বাড়িয়ে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ছাঁটাইয়ের নতুন তালিকায় ৩৩০০ থেকে ৩৮০০ কর্মীর নাম থাকতে পারে। পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে কোম্পানিটি আরও কিছু পদক্ষেপ নিয়েছে।
×