ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যান প্রার্থীকে হত্যার হুমকি দেয়ায় যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৪৫, ১৩ মার্চ ২০১৬

ইউপি চেয়ারম্যান প্রার্থীকে হত্যার হুমকি দেয়ায় যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ওয়ার্কার্স পার্টির মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ না করলে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাদরা গ্রামে এ হুমকি দেয়ার সময় জনতার হাতে আটক ওই যুবককে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এই সাজা দেয়া হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত তালা উপজেলার মাগুরা ইউপি চেয়ারম্যানপ্রার্থী হিরন্ময় ম-ল জানান, মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানপ্রার্থী গণেশ দেবনাথের কর্মী-সমর্থকরা তাকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি-ধমকি দিয়ে আসছিল। এ নিয়ে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর অভিযোগও করেছেন। এর পরও হুমকি-ধমকি ও পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা বন্ধ হয়নি। হিরন্ময় ম-ল অভিযোগ করে বলেন, শনিবার সকাল আটটার দিকে উথালি গ্রামের নন্দলাল রায়ের ছেলে স্বপন কুমার রায় (২৮) নম্বরবিহীন একটি ডায়াং-৮০ মোটরসাইকেলে চড়ে তার বাড়িতে আসে। এ সময় সে মনোনয়ন প্রত্যাহার করে গণেশ দেবনাথের পক্ষে ভোট করতে বলে। রাজি না হওয়ায় তাকে জীবননাশের হুমকি দেয়া হয়। একপর্যায়ে কথা কাটাকাটি চলাকালে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে স্বপনকে আটক করে পার্শ্ববর্তী একটি স্কুলঘরে বেঁধে রাখে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবর রহমান জানান, হুমকির অভিযোগ স্বীকার করায় স্বপন রায়কে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।
×