ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্মাণে ব্যস্ত জয় সরকার

প্রকাশিত: ০৩:৫২, ১৩ মার্চ ২০১৬

নির্মাণে ব্যস্ত জয় সরকার

স্টাফ রিপোর্টার ॥ এ সময়ের তরুণ নির্মাতা ও অভিনেতা জয় সরকার। অভিনয়ের পাশাপাশি নতুন নতুন নাটক আর ব্যতিক্রমী বিজ্ঞাপন তৈরি করে প্রশংসিত হয়েছেন। এরই ধারাবাহিকতায় আরও নতুন নতুন ধারাবাহিক, খ- নাটক এবং বিজ্ঞাপন নির্মাণ করছেন। প্রথমদিকে সহযোগী হিসেবে নাট্য ব্যক্তিত্ব নাদের চৌধুরীসহ অসংখ্য পরিচালকের সঙ্গে কাজ করেন। এরপর তিনি পূর্ণাঙ্গ নির্মাতা হিসেবে বেশ কিছু মিউজিক ভিডিও নির্মাণ করেন। ক্রমান্বয়ে নাটক ও বিজ্ঞাপনের কাজে ব্যস্ত হয়ে পরেন। নির্মাতা হিসেবে প্রথমদিকে তার সঙ্গে পরিচয় হয় ও ‘যে পাখি ঘর বোঝে না খ্যাত সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় প্লাবন কোরেশীর সঙ্গে। তিনি তার ‘প্রেম রোগ’ এ্যালবামের শিল্পী সাহনাজ বেলী, পলাশ ও ফকির শাহাবুদ্দিনের গানের মিউজিক ভিডিও নির্মাণের সুযোগ দেন। এরপর জয় সরকারকে আর পেছনে তাকাতে হয়নি। অসংখ্য মিউজিক ভিডিও নির্মাণ করেন। এরপর নাটক নির্মাণ শুরু করেন। জয় সরকারের নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে মাইটিভির ধারাবাহিক ‘নগর জীবন’, একক নাটক ‘আমি শিল্পী মানুষ’, ‘প্রেমের পাঠশালা’ এবং ডাবল লায়ন এ্যানার্জি ড্রিংকস ও লাকি সুখী ফ্রুড ড্রিংকসের বিজ্ঞাপন অন্যতম। নাটকগুলো প্রযোজনা করেছে আর এন মিডিয়া। বর্তমানে জয় সরকার প্লাবন কোরেশীর গল্প অবলম্বনে বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজের রচনায় বিশেষ মেগা ধারাবাহিক নাটক ‘ইন্দুবালা’, ‘ফ্যাসাদ’ এবং ‘পদ্মা ইলেক্ট্রনিক্সের বিজ্ঞাপনের কাজ করছেন। ছোটবেলা থেকে নাচ গানে পারদর্শী জয় সরকার অভিনয় করতেই মিডিয়াতে আসেন। সাংস্কৃতিক অঙ্গনে সম্প্রতি নিজের ব্যস্ততা প্রসঙ্গে জয় সরকার বলেন, আমাদের অস্তিত্বে মিশে আছে আমাদের বাংলা সংস্কৃতি। তাই আমি সুস্থ ধারার নাটক ও চলচ্চিত্র নির্মাণ করতে চাই। দেশীয় সংস্কৃতি সমৃদ্ধিতে কাজ করাই আমার স্বপ্ন। এ জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা ও দর্শক শ্রোতাদের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। ভাল ভাল নাটক চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে জয় সরকার এগিয়ে যাবেন তার কাক্সিক্ষত লক্ষ্যে সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
×