ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে উইলকিনসের পরামর্শ

প্রকাশিত: ০৫:৪৯, ১২ মার্চ ২০১৬

বাংলাদেশকে উইলকিনসের পরামর্শ

স্পোর্টস রিপোর্টার ॥ দলগত পারফর্মেন্সে বাংলাদেশের আরও অনেক বেশি উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন ইংল্যান্ডের ঘরোয়া লীগের সাবেক খেলোয়াড় এ্যালান উইলকিনস। ধারাভাষ্যকার হিসেবে চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে দায়িত্ব পালন করছেন তিনি। এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘দলগতভাবে আরও উন্নতি করতে হবে বাংলাদেশকে। তবেই অনেক বেশি সাফল্য অর্জন করবে দলটি।’ সামনে থেকে বাংলাদেশ ক্রিকেট দলের অনেক ম্যাচই দেখেছেন উইলকিনস। তবে বাংলাদেশের সমর্থক হিসেবে নয়, ধারাভাষ্যকার হিসেবে। বিভিন্ন দেশে নিজের দায়িত্ব পালন করতে বাংলাদেশসহ বহু ক্রিকেট দেশের খেলা দেখেছেন ৬২ বছর বয়সী। টি২০ বিশ্বকাপে দায়িত্ব পালনের মাঝে হল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলাও দেখেছেন তিনি। আর দায়িত্ব পালনের ফাঁকে বাংলাদেশ নিয়ে কথাও বলেছেন উইলকিনস। টাইগারদের দলগত পারফর্মেন্সের বিষয়ে তিনি বলেন, ‘প্রথম ম্যাচে হল্যান্ডের বিপক্ষে অগোছালো দেখা গেছে বাংলাদেশকে। দলগত পারফর্মেন্স দেখা যায়নি। এই ক্ষেত্রে বাংলাদেশের আরও উন্নতি প্রয়োজন। বড় বড় দলের বিপক্ষে ভাল ফল পেতে হলে সবাইকে পারফর্মেন্স করতে হবে। যা ছিল না হল্যান্ডের বিপক্ষে। ম্যাচ জিততে সবাইকে এক সাথে ভাল খেলতে হবে।’ হল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে উইলকিনস আরও বলেন, ‘ঐ ম্যাচে বাংলাদেশ ভাল খেলেছে। তবে ব্যাটিং ভাল হয়নি। একমাত্র তামিমই বড় ইনিংস খেলেছেন। ব্যাটসম্যানদের আরও সচেতন হতে হবে। বড় ইনিংস খেলতে হবে। তবে বোলাররা খুবই ভাল করেছিল। তাসকিন-মাশরাফি-আল আমিন ভাল করেছে। তাসকিনের বোলিংয়ে গতি আছে। লাইন-লেন্থও ভাল। ওর আরও বেশি উন্নতি করতে হবে।’ বাংলাদেশ দলের তরুণ খেলোয়াড়দের পারফর্মেন্স চোখে লেগেছে উইলকিনসের, ‘বাংলাদেশ দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। যারা ভবিষ্যতে দলকে সামনের দিকে টেনে নিবে। এখনও তারা ভাল পারফর্মেন্স করছে। তবে তারা যত বেশি পারফর্মেন্স করবে দলের জন্য তা ভাল হবে।’ চলমান বিশ্বকাপে বাংলাদেশ সুপার টেনে খেলবে বলেও বিশ্বাস উইলকিনসের, ‘আমার বিশ্বাস বিশ্বকাপের সুপার টেনে খেলবে বাংলাদেশ।’ সুপার টেনে উঠলে বাংলাদেশের পারফর্মেন্স কেমন হবে এমন প্রশ্নের উত্তরে উইলকিনস বলেন, ‘দলগতভাবে এবং তরুণরা প্রয়োজনের সময় পারফর্মেন্স করতে পারলে বাংলাদেশ সাফল্য পাবে। সুপার টেনে বড় বড় দলের বিপক্ষে খেলতে হবে তাদের। তাই সুপার টেনে আরও সতর্ক হতে হবে বাংলাদেশকে।’ ক্রিকেট ক্যারিয়ারে বড় তারকা ছিলেন না উইলকিনস। জাতীয় দলের হয়ে কোন ম্যাচই খেলতে পারেননি তিনি। তবে কাউন্টি লীগে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০৭টি ম্যাচে ৯০২ রান ও ২৪৩টি উইকেট নেন উইলকিনস। আর লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০৪ ম্যাচে ১৫৩ রান ও ১৩০টি উইকেট নেন তিনি। কাউন্টি লীগে গ্লুুস্টারশায়ার, গ্লামারগন ও নর্দার্ন ট্রান্সভালের হয়ে খেলেন উইলকিনস।
×