ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মৌলিক গানের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে চেনাতে চাই ॥ ইলিয়াস হোসেন

প্রকাশিত: ০৫:৪৩, ১২ মার্চ ২০১৬

মৌলিক গানের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে চেনাতে চাই ॥ ইলিয়াস হোসেন

সাম্প্রতিক সময়ে এ প্রজন্মের শিল্পীদের মধ্যে যে কয়জন মৌলিক গানের মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন তাদের মধ্যে ইলিয়াস হোসেন অন্যতম। তার গাওয়া ‘না বলা কথা-৩’ ও ‘অভিমানী’ গান দুটি বেশ জনপ্রিয় হয়েছে। এ বছর ভালবাসা দিবসে সুরঞ্জলির ব্যানারে বাজারে এসেছে ‘উড়বো চলো’ এ্যালবাম। বৈশাখ উপলক্ষে তিনি সলো এ্যালবামের কাজ করছেন। নিয়মিত চলচ্চিত্রে প্লেব্যাক ও জিঙ্গেলের কাজ করছেন। পাশাপাশি স্টেজ, টিভি লাইভ শো তো আছেই। আগামী ঈদে আসছে তার ডুয়েট এ্যালবাম। নতুন এ্যালবাম এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে তার সঙ্গে কথা হয়। গানের মাধ্যমে এই বয়সেই এত জনপ্রিয়তা কিভাবে উপভোগ করেন? ইলিয়াস হোসেন : আসলে আমি জনপ্রিয় কি না তা বলতে পারব না। তবে সঙ্গীতচর্চার কারণে দেশ-বিদেশে অনেক মানুষের ভালবাসা পেয়েছি। তাদের ভালবাসার জন্য গানের প্রতি আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেছে। এই ভালবাসা নিয়ে সারা জীবন থাকতে চাই। ভাল ভাল কাজ করতে চাই। ছোটবেলার স্বপ্ন কি ছিল? ইলিয়াস হোসেন : আমি ময়মনসিংহের ছেলে। আমার ছোটবেলাটা চমৎকার পরিবেশে কেটেছে। আমি ছোটবেলা থেকেই আমার গানের প্রতি সব সময় ভাললাগা ছিল। আমি যখন ক্লাস নাইনে উঠলাম তখন থেকে আমার মনে ভাবনা এলো আমি বড় হয়ে গানই করব। তবে আমি ক্রিকেটারও হতে চেয়েছিলাম। আমার মা-বাবা চেয়েছিলেন আমি যেন পড়াশোনা শেষ করে চাকরি করি। গানের জন্য এইচএসসি পাস করার পর ২০০৮ সালে ঢাকায় আসি। সঙ্গীত জগতের শুরুর দিকটা কেমন ছিল? ইলিয়াস হোসেন : আমি এ্যালবাম করব ২০১০ সাল থেকে আমার এমন একটা টার্গেট ছিল। এরই মধ্যে অয়ন চাকলাদারের সঙ্গে আমার পরিচয় হয়। তারপর আমি ও অয়ন ভাইয়ের যৌথ প্রয়াসে প্রথম সলো এ্যালবাম ‘না বলা কথা’ রিলিজ হয়। আমার এ এ্যালবামের ‘না বলা কথা’ গানটি আলোচনায় আসে। আপনার এ্যালবামগুলো নিয়ে জানতে চাই। ইলিয়াস হোসেন : আমাদের প্রথম সলো এ্যালবাম ‘না বলা কথা’ ২০১২ সালে, দ্বিতীয় সলো এ্যালবাম ‘না বলা কথা-২’ ২০১৩ সালে সিডি চয়সের ব্যানারে বাজারে আসে। এখন আমার প্রথম ডুয়েট এ্যালবামের কাজ করছি। আশা করছি ঈদে এ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব। তবে এ্যালবামের নাম এখনও ঠিক করিনি। এছাড়া আমার অনেক মিক্সড এ্যালবাম বাজারে আছে। আপনার জনপ্রিয় উল্লেখযোগ্য গানগুলো? ইলিয়াস হোসাইন : জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ২০১২ সালের ‘না বলা কথা’ এ্যালবামের অরিনের সঙ্গে ‘না বলা কথা’, ‘আমার ভেতর তুমি’, ২০১৩ সালের আনিকার সঙ্গে ‘এক পলকে’, ‘অবুঝ মন’, ‘নীল নয়না’, ‘আমার পরানে’, ‘হৃদয় পুড়ে যায়’, ‘না বলা কথা-২’, ‘ভুল বুঝ না’, ‘না বলা কথা-৩’ প্রভৃতি। চলচ্চিত্রের কাজের কোন খবর? ইলিয়াস হোসেন : আমি প্রথম প্লেব্যক করেছি ‘ছায়াপথ’ চলচ্চিত্রে। সম্প্রতি কয়েকটি চলচ্চিত্রে কাজ করলাম। নতুন আরও কিছু কাজের কথা চলছে। সঙ্গীত নিয়ে দেশের ভবিষ্যত পরিকল্পনা কি? ইলিয়াস হোসেন : আমি আমার দেশকে অনেক ভালবাসি, দেশ নিয়ে অনেক স্বপ্ন দেখি। মৌলিক গানের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশ চেনাতে চাই। যে ধরনের গান শুনে শ্রোতারা আমাকে ইলিয়াস হোসেন বানিয়েছে সেই গান আরও বেশি বেশি করতে চাই। সবার ভালবাসা নিয়ে ভাল গান করতে চাই। এ জন্য ভক্ত এবং শ্রোতাদের পাশাপাশি সংশ্লিষ্ট সবার কাছে দোয়া চাই। -সাজু আহমেদ
×