ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন

মিশিগান ও মিসিসিপিতে ট্রাম্প, একটিতে হিলারি জয়ী

প্রকাশিত: ০৩:৫৩, ১০ মার্চ ২০১৬

মিশিগান ও মিসিসিপিতে ট্রাম্প, একটিতে হিলারি জয়ী

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দুটো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে জিতেছেন। মিশিগান ও মিসিসিপি অঙ্গরাজ্যে দলীয় প্রাইমারিতে তিনি জয়ী হয়েছেন। এছাড়া আইডাহো ও হাওয়াইতে রিপাবিলকান দলীয় প্রাইমারি ও ককাস অনুষ্ঠিত হয়। আইডাহোতে জয় পেয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রতিযোগতিায় মিসিসিপিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও মিশিগানে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডরস জয় পেয়েছেন। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। মিশিগানে রিপাবলিকান দলের ৫৯ জন ডেলিগেটের মধ্যে ট্রাম্প ২১, টেড ক্রুজ ১২ ও জন ক্যাসিক পেয়েছেন ১৫ ডেলিগেটের ভোট। মিসিসিপি অঙ্গরাজ্যে রিপাবলিকানদের আছে ৪০ জন ডেলিগেট। এর মধ্যে ট্রাম্প ২০ ভোট পেয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ট্রাম্পের ডেলিগেট সংখ্যা ৪২৮। ক্রুজের ৩১৫, মার্কো রুবিওর ১৫১ ও ক্যাসিকের মোট ডেলিগেট সংখ্যা ৫২। রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে হলে একজন প্রার্থীকে ১২৩৭ জন ডেলিগেট পেতে হবে। বিশ্লেষকরা বলছেন, মিশিগান ও মিসিসিপি অঙ্গরাজ্যে ট্রাম্পের জয় তাকে মনোনয়ন পাওয়ার পথে অনেকটা এগিয়ে দিয়েছে। এই দুই অঙ্গরাজ্যে বিভিন্ন শ্রেণী, পেশা ও বৈশিষ্ট্যের লোকজনের বসবাস। তাই অঙ্গরাজ্য দুটিতে জয় পাওয়ায় তিনি এখন দেখাতে পারবেন যে, দলের মধ্যে সকল স্তরের সমর্থন তিনি অর্জন করেছেন। ডেমোক্রেটিক পার্টির মিসিসিপি প্রাইমারিতে ডেলিগেটের সংখ্যা ছিল ৩৬। হিলারি পেয়েছেন ২৯ জন ডেলিগেটের সমর্থন। বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪টি ভোট। এই রাজ্যে আফ্রিকান-আমেরিকানের সংখ্যা বেশি। তাদের বেশির ভাগ হিলারিকে সমর্থন করেছেন। মিশিগানে ডেমোক্রেটদের রয়েছে ১৩০ জন ডেলিগেট। নির্বাচনে ভোটের শতকরা হিসাবের ওপর ভিত্তি করে এ ডেলিগেট বণ্টন হবে। এখানে স্যান্ডরস পেয়েছেন ৬৫ ভোট, হিলারি ৫৮। এর ফলে হিলারির এ পর্যন্ত প্রাপ্ত ডেলিগেটের সংখ্যা ১১৬২, স্যান্ডারসের ৫০৩। ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে হলে মোট ২৩৮৩ জন ডেলিগেট ভোট পেতে হবে।
×