ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘এই বসন্তে’ অনুষ্ঠানে তিন শিল্পীর গান

প্রকাশিত: ০৩:০৯, ৭ মার্চ ২০১৬

‘এই বসন্তে’ অনুষ্ঠানে তিন শিল্পীর গান

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ের আলোচিত তিন সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ, বেলাল খান এবং মিলন প্রথমবার একসঙ্গে একই মঞ্চে গাইলেন। সম্প্রতি কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে জলছবি ‘এই বসন্তে’ শীর্ষক গান কবিতার এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই শ্রোতাদের জন্য এই তিন সঙ্গীত তারকা একসঙ্গে গান পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রথমেই মঞ্চে ওঠেন বেলাল খান। তিনি শুধু তোমার জন্য এখন, কত স্বপ্ন দেখে মন শিরোনামের গানটি গেয়ে উপস্থিত দর্শকদের প্রশ্ন করেন গানটির শিল্পী কে। উপস্থিত দর্শকরা তখন ধ্রুব, ধ্রুব বলে চিৎকার করে বেলাল খানের প্রশ্নের জবাব দেন। এরপর বেলাল খান শিল্পী ধ্রুবকে মঞ্চে ডাকেন। ধ্রুব গুহ মঞ্চে ডাকেন বর্তমান সময়ের আলোচিত কণ্ঠশিল্পী মিলনকে। তারা তিনজনে একসঙ্গে পরিবেশন করেন ধ্রুব গুহের জনপ্রিয় গান ‘শুধু তোমার জন্য এখন, কত স্বপ্ন দেখে মন’ গানটি। উপস্থিত দর্শকের করতালিতে মুখরিত হয় মিলনায়তন। অনুষ্ঠানে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত বই থেকে তিনটি বইকে সেরা বইয়ের পুরস্কার দেয় জলছবি। বইগুলোর লেখক রেজাউদ্দিন স্টালিন, আমীরুল ইসলাম ও ওমর ফারুক। এ সময় সঙ্গীতে বিশেষ সম্মাননা গ্রহণ করেন ধ্রুব গুহ, বেলাল খান, মিলন, বুশরা জাবীন ও অনন্যা। গান কবিতার এই বসন্তে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি হাবিবুল্লাাহ সিরাজী, নাসের মাহমুদ, বিলু কবীর, সামির এম রহমানসহ বিশিষ্ট সঙ্গীত পরিচালক, গীতিকার সুরকার এবং সঙ্গীতশিল্পীরা। আয়োজনটির মিডিয়া পার্টনার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই।
×