ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিজ নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা

প্রকাশিত: ০৬:৩২, ৬ মার্চ ২০১৬

সিরিজ নিশ্চিত করতে  চায় প্রোটিয়ারা

স্পোর্টস রিপোর্টার ॥ তিন উইকেটের জয়ে তিন ম্যাচের টি২০ সিরিজে ১-০তে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। আজ জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচ, এখানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিক প্রোটিয়ারা। অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও। টি২০ বিশ্বকাপ সামনে রেখে অনুপ্রাণিত হওয়ার মতো কিছু করতে চায় দুদলই। ডারবানের প্রথম ম্যাচে উত্তাপ কম ছিল না। তবে শেষ হাসি হাসে ফ্যাফ ডুপ্লেসিসের দক্ষিণ আফ্রিকা। প্রথমে মনে হয়েছিল অস্ট্রেলিয়া অনেক বড় স্কোর গড়বে। কিন্তু লেগ স্পিনার ইমরান তাহির (৩/২১) তা হতে দেননি। কিংসমিডে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে অস্ট্রেলিয়া থামে ১৫৭ রানে। জবাবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার রান তাড়াটা ছিল ধাক্কার ওপর। নিয়মিত উইকেট হারিয়েছে তারা। শেষ পর্যন্ত ডেভিড মিলার অপরাজিত থ্রিলার এক ফিফটিতে জিতিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। শুক্রবার প্রোটিয়ারা ৩ উইকেটে জিতেছে মাত্র ৪ বল বাকি থাকতে। পাওয়ার প্লেতে ৬৯ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। মনে হচ্ছিল, ২০০ হবে নিশ্চয়ই! কিন্তু তাহির জমে যাওয়া অ্যারন ফিঞ্চকে (৪০) তুলে নিয়ে প্রতিপক্ষকে প্রথম বড় আঘাত দিয়েছেন। এরপর আরও দুই উইকেট তুলে নিয়েছেন তিনি। তাতে ৪৫ রানের মধ্যে রান করার ৫ ব্যাটসম্যানই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া! মিচেল মার্শ ৩৫ রানের ইনিংস খেলে ঝড়ের মুখে দলের রান বাড়িয়েছেন। রান তাড়া করতে নেমে ৪১ রানে ৩ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। অতিথি পেসার কল্টার-নাইল টপঅর্ডার ধসাতে সহায়তা করেছেন। মিচেল মার্শের এক ওভারের পরপর দুই বলে দুই উইকেট হারায় প্রোটিয়ারা। একটি রান আউট। তাতে ৭২ রানে ৫ উইকেট হারানো দল হয় স্বাগতিকরা। এরপর ডেভিড ওয়াইজের বিদায়ে দায়িত্ব পড়ে ক্রিস মরিস ও মিলারের ওপর। দুজনই ফিনিশার। মরিস নিজে ৮ রান করলেও মিলারের সাথে ৩৯ রানের জুটিতে ভূমিকা রেখেছেন। এ্যান্ড্রু টাইয়ের ওভারে দুটি ছক্কা হাঁকিয়েছিলেন মিলার। তাতে ৩০ বলে ৪৫ রানের লক্ষ্যটা ২৯ রানে নেমে যায়। মরিস বিদায় নেন। মিলার থেকেছেন এবং ৩৩ বলে মিলার নিজের প্রথম টি২০ ফিফটি করার পর কাইল অ্যাবট (৬*) নেন জয়সূচক রান। ৫৩ রানে অপরাজিত মিলার পেয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার। প্রোটিয়া অধিনায়ক ডুপ্লেসিস বলেন, ‘শেষ পর্যন্ত জিতেছি। কিন্তু ম্যাচটা মোটেই সহজ ছিল না। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাই। এ জন্য আমাদের আরও ভাল ক্রিকেট খেলতে হবে।’ অন্যদিকে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ বলেন, ‘আমাদের খুব দ্রুত মানিয়ে নিতে হবে। প্রত্যেকে নিজের অবস্থান থেকে সেরাটা দিতে হবে। আশাকরি জোহানেসবার্গে সবাই জ্বলে উঠবে।’ টি২০ বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জন্য সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়ার আগে ঘরের মাটিতে ভারতের কাছে টি২০তে নাস্তানাবুদ হয় অসিরা।
×