ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৬:০৭, ৫ মার্চ ২০১৬

কবিতা

এই সুন্দর প্রজাপতি রোকেয়া খাতুন রুবী ঢাকা থেকে একটু দূরে চলছে তাড়াতাড়ি বাস শুধু নয় বাস শুধু নয় হরেক রকম গাড়ি। প্রজাপতি হাট বসেছে যেনো রঙিন ফুল, তাদের জন্য ঘর হয়েছে ভাবছো সেটা ভুল। সাভারে ‘নেট’ বাড়ির ভেতর যেই হয়েছে রাখা, মন ফুর ফুর হাওয়ায় ভেসে নাড়ছে রঙিন পাখা। দেখছে সবাই ভাবছে সবাই আনন্দে উচ্ছল, হারিয়ে যেতে যায় না দেয়া প্রজাপতির দল। নেট মশারীর ঘরের ভেতর বাড়ুক শত রূপে এই সুন্দর ছড়াক আলো অন্ধগলির কূপে।
×