ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীতে চাকরির প্রলোভন যশোরে টাকা নেয়ার অভিযোগে প্রতারক আটক

প্রকাশিত: ০৪:০৩, ৫ মার্চ ২০১৬

সেনাবাহিনীতে চাকরির প্রলোভন  যশোরে টাকা নেয়ার  অভিযোগে প্রতারক আটক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে যশোর কোতোয়ালি থানা পুলিশ আনারুল ইসলাম নামে এক প্রতারককে আটক করেছে। সে শহরের নতুন খয়েরতলা এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। এই ঘটনায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আজিজুর রহমান কোতোয়ালি থানায় মামলা করেছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি আনারুল ইসলাম সামরিক বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লোকজনকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে থাকে। তার সাথে পরিচয় হওয়ার পর সে আজিজুরের ছেলে নিশান আলীকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখায়। তার কথামত আজিজুর তার ছেলেকে নিয়ে গত ২৯ ফেব্রুয়ারি যশোরের পালবাড়ি মোড়ে আসামি আনারুলের পালবাড়ি মোড়স্থ টেইলার্সে আসেন এবং ৬ লাখ টাকা দেন। এই বিষয়ে একটি ননজুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি হয়। চাকরির নিয়োগের শেষ মুহূর্তে বিষয়টি ফাঁস হয়ে পড়ে। পরে বৃহস্পতিবার রাতে পালবাড়ি থেকে পুলিশ আনারুলকে আটক করে।
×