ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এর ইংরেজী নাম মাঙ্কি ফেস অর্কিড। ইকুয়েডর ও পেরুর পাহাড়ী জঙ্গলে এসব অদ্ভুত দর্শন ফুলের দেখা মিলবে। এর বৈজ্ঞানিক নাম ‘সিমিয়া’।

বাহারি ফুল!

প্রকাশিত: ০৭:১৩, ৪ মার্চ ২০১৬

বাহারি ফুল!

উলঙ্গ মানুষ এর ইংরেজী নাম নেকেড ম্যান অর্কিড। একে ঝুলন্ত উলঙ্গ মানুষ নামেও ডাকা হয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলে এর দেখা মিলবে। এটি বসন্তের ফুল। মার্চের শেষ নাগাদ ফুলটি ফোটে। এর গাছ ২০ ইঞ্চি অব্দি লম্বা হয়ে থাকে। লম্বা পাপড়িগুলোতে সাদা ও ঘন গোলাপির মিশেল লক্ষ্য করা যায়। ঠোঁট ফুল এর ইংরেজী নাম হুপারর্স লিপ। দক্ষিণ ও উত্তর আমেরিকার কলম্বিয়া, ইকুয়েডর, কোস্টরিকা, ও পানামার রেইনফরেস্ট জঙ্গলে এই বিচিত্র ফুলের দেখা মিলবে। যদিও অবাধে গাছ কেটে ফেলার কারণে এই বিশেষ ফুলটি ক্রমশ হারিয়ে যেতে শুরু করেছে। নাচুনি ফুল ডান্সিং গার্ল বা নাচুনি ফুল দেখতে চাইলে আপনাকে যেতে হবে সুদূর পশ্চিম আফ্রিকায়। মাত্র এক ফুট লম্বা হয় এ গাছটি। ফুল সমেত বড় জোর দেড় ফুট লম্বা হয়। এর পাপড়িগুলো এমনভাবে দুপাশে ছড়িয়ে থাকে দেখলে মনে হয়, যেন কোন তরুণী দু’হাত তুলে নাচছে। মৌমাছি ফুল মৌমাছি সদৃশ ফুলটির দেখা মিলবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েলসে। এর ইংরেজী নাম লাফিং বাম্বেল বি অর্কিড। ঘুমন্ত শিশু এটিও একটি অর্কিড ফুল। এর দেখা মিলবে পেরু ও চিলিতে। দীর্ঘ দশ বছরের চেষ্টার পর দেশ দুটির দুই উদ্ভিদবিদ ফুলটি আবিষ্কার করেছিলেন। এর ইংরেজী নাম সোয়াডেলড বেবিজ বা কাঁথায় মোড়ানো শিশু। ফুলটি দেখলে কিন্তু সে রকমই মনে হয়। উড়ন্ত পাতিহাঁস এই ফুলটি দেখতে চাইলে আপনাকে যেতে হবে অস্ট্রেলিয়ায়। এটি বিশাল আকারের ফুল। এ ফুলের গাছটি প্রায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। তবে ঘন লতাপাতায় ঢাকা থাকায় সহজে চোখে পড়ে না বেগুনী রঙের ফুলটি। হ্যাপি এলিয়েন ফুল এর ইংরেজী নাম হ্যাপি এলিয়েন। গোটা দক্ষিণ আমেরিকায় চষে বেড়ানোর সময় ফুলটি আবিষ্কার করেছিলেন চার্লরস ডারউইন। তাই এর আর এক নাম ডারউইন সিøপার্স ফ্লাওয়ার।
×