ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিএল ॥ রকিবুলের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় মধ্যাঞ্চলের

প্রকাশিত: ০৭:২৫, ৩ মার্চ ২০১৬

বিসিএল ॥ রকিবুলের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় মধ্যাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ আগের দিন ১১৯ রান করে অপরাজিত ছিলেন। সেটার সঙ্গে আরও ১০৯ রান যোগ করেছেন রকিবুল হাসান। ২২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে দারুণ সঙ্গ পেয়েছেন সেঞ্চুরিয়ান তানভীর হায়দারের। দু’জন পঞ্চম উইকেটে ২৪০ রানের জুটি গড়েছেন। সে সুবাদে ৮ উইকেটে ৫৮৮ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে ওয়ালটন মধ্যাঞ্চল। বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিরুদ্ধে লঙ্গার ভার্সন বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিন এটিই ছিল উল্লেখযোগ্য ঘটনা। রকিবুল ৩৩৮ বলে ১৯ চার ও ২ ছক্কায় ২২৮ এবং তানভীর ১৬৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ১১০ রান করেন। রাহাতুল ফেরদৌস তিনটি এবং তাসামুল হক ও মোহাম্মদ সাইফুদ্দিন দুটি করে উইকেট নেন। দিনশেষে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে ২ উইকেটে ১৪২ রান তুলে এখনও ৪৪৬ রানে পিছিয়ে। মুমিনুল হক সৌরভ মাত্র ৯২ বলে ১০ চারে ৮৯ রান করেন। ইমতিয়াজ হোসেন ৩৭ রানে ব্যাট করছেন। অপর ম্যাচে একই ভেন্যুর একাডেমি মাঠে ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে খেলতে নেমে বিসিবি উত্তরাঞ্চলের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৯৬ রানে। মুক্তার ৬৪ রান করেন। সোহাগ গাজী তিনটি, আব্দুর রাজ্জাক ও তৈয়বুর রহমান দুুটি করে উইকেট নিয়েছেন। দিনশেষে প্রথম ইনিংসে এখন পর্যন্ত ৪ উইকেটে ২৪৭ রান তুলে ভালই জবাব দিচ্ছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। এনামুল হক বিজয় ৭০ ও শাহরিয়ার নাফীস ৫২ রানে বিদায় নিলেও ৬০ রান নিয়ে ব্যাট করছেন তুষার ইমরান। দুটি করে উইকেট নিয়েছেন সানজামুল ইসলাম ও সাকলাইন সজীব। এখনও ৪৯ রানে পিছিয়ে দক্ষিণাঞ্চল।
×