ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাট্যকার রাজীব মণি দাসের ‘এক পশলা বৃষ্টি’

প্রকাশিত: ০৪:৪৭, ৩ মার্চ ২০১৬

নাট্যকার রাজীব মণি দাসের ‘এক পশলা বৃষ্টি’

সংস্কৃতি ডেস্ক ॥ এবারের বইমেলা উপলক্ষে বাজারে এসেছে নাট্যকার ও গীতিকার রাজীব মণি দাসের উপন্যাস ‘এক পশলা বৃষ্টি’। উপন্যাসটি প্রকাশ করেছে দি ইউনিভার্সেল একাডেমি। উপন্যাসের বিষয়বস্তু প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন জীবনের প্রতিটি মুহূর্ত অনেক স্বপ্নময়। ভালাবাসা আছে বলেই পৃথিবীটা এত মধুময়। যে বাবা-মার জন্য সুন্দর এই ভুবনের আলো দেখতে পেয়েছে, আর সেই বাবা-মার থেকে কয়েকদিনের পরিচয়ের ভালবাসার মানুষটা কখনও বড় হতে পারে না। বিয়েটা মানুষের জীবনে মুখ্য বিষয় নয়। এমনি বিষয় ফুটে উঠেছে আমার উপন্যাসে। বাংলা একাডেমি ও নরসিংদীর বই মেলায় উপন্যাসটির ভাল সাড়া পেয়েছি।
×