ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে বেসরকারী পর্যায়ে ইকোনমিক জোন গড়ে উঠছে

প্রকাশিত: ০৪:৩২, ৩ মার্চ ২০১৬

সিরাজগঞ্জে বেসরকারী পর্যায়ে ইকোনমিক জোন গড়ে উঠছে

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে বেসরকারী উদ্যোগে এক হাজার একচল্লিশ একর জমিতে ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। বেসরকারী উদ্যোক্তাদের এই ইকোনমিক জোন গড়ে তোলার প্রস্তাবনা একনেক বৈঠকে অনুমোদন করা হয়েছে। সরকারী পর্যায়ে শিল্প পার্ক বাস্তবায়নের পাশাপাশি বেসরকারী পর্যায়ের এই অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে সিরাজগঞ্জে ভারি শিল্প প্রতিষ্ঠানের সমৃদ্ধ জেলায় পরিণত হবে। আগামী অর্থ বছরের গোড়ার দিকে সরকারী পর্যায়ের শিল্প পার্ক ও বেসরকারী উদ্যোক্তাদের অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যেই বেসরকারী উদ্যোক্তাদের ‘সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিঃ’ নামে একটি বেসরকারী প্রতিষ্ঠান বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে বেলকুচি উপজেলার রাজাপুর ও বড়ধুল ইউনিয়নে প্রাথমিক জরিপ কাজও শুরু করেছেন। সিরাজগঞ্জে ইকোনমিক জোন থেকে শিল্প উদ্যোক্তারা সড়ক, নৌ এবং রেল পথে পণ্য পরিবহনের সুবিধা পাবেন জেনে এই অঞ্চলে ব্যবসায়ীরা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন। একদিকে সরকারী পর্যায়ের ইকোনমিক জোন অপরদিকে বেসরকারী পর্যায়ের ইকোনমিক জোন প্রতিষ্ঠার ফলে তা দ্রুত বাস্তবায়ন হবে। ফলপ্রসূ পদক্ষেপ না নিলে বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি নীতিনির্ধারকরা ফলপ্রসূ পদক্ষেপ না নিলে আবারও ঝুঁকির মুখে পড়তে পারে বিশ্ব অর্থনীতি। সাংহাইতে জি টুয়েন্টি সদ্যভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী এবং ব্যাংকের গবর্নরদের বৈঠকে এ কথা বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিন লাগার্দ। এ সময় তিনি আরও বলেন, জি টুয়েন্টি সদ্যভুক্ত সব দেশের প্রতিনিধিদের জানাতে চাই নীতিনির্ধারকরা যদি দ্রুতই কোন পদক্ষেপ না নেয়, তাহলে বিশ্ব অর্থনীতি আবারও ঝুঁকির মুখে পড়তে পারে। পুনর্গঠনের জন্য দ্রুত পদক্ষেপ নেয়া জরুরী। -অর্থনৈতিক রিপোর্টার সাসোর সঙ্গে বিএসটিআইর চুক্তি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং সৌদি আরবের জাতীয় মান সংস্থা সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি এ্যান্ড কোয়ালিটি অর্গানাইজেশনের (সাসো) মধ্যে মানবিষয়ক দ্বিপাক্ষিক কারিগরি সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রিয়াদে অনুষ্ঠিত এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে বিএসটিআইর মহাপরিচালক ইকরামুল হক এবং সৌদি আরবের পক্ষে সাসো’র গবর্নর সা’দ বিন ওসমান আল-কাসাবি এ চুক্তিতে স্বাক্ষর করেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ সময় উপস্থিত ছিলেন। শিল্প মন্ত্রণালয় জানায়, এ চুক্তির ফলে সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোতে বিএসটিআই প্রদত্ত মান সনদ গ্রহণযোগ্য হবে। এতে এসব দেশে বাংলাদেশী পণ্যের রফতানি বাড়বে। -অর্থনৈতিক রিপোর্টার
×