ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জের বড় জয় মহিলা হকিতে

প্রকাশিত: ০৬:২১, ২ মার্চ ২০১৬

কিশোরগঞ্জের বড় জয় মহিলা হকিতে

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন জাতীয় মহিলা হকি প্রতিযোগিতা’য় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার ৩ খেলা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বনাম ঠাকুরগাঁও জেলার মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়। শারমিন খাতুনের জোড়া গোলে ঝিনাইদহ জেলা ২-০ গোলে পটুয়াখালী জেলাকে হারায়। এছাড়া বড় জয় কুড়িয়ে নেয় কিশোরগঞ্জ জেলা। তারা ৯-০ গোলে রংপুর জেলাকে হারায়। বিজয়ী দলের জোড়া গোল করেন তানহা তারান্নুম, সুমি আক্তার, বিনা আক্তার ও ফারদিয়া আক্তার। এছাড়া তারিন আক্তার খুশি করেন ১ গোল। ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকির তৃতীয় দিনে বুধবার বেলা ১১টায় মুখোমুখি হবে দিনাজপুর জেলা ও পটুয়াখালী জেলা। দুপুর আড়াইটায় নড়াইল জেলা ও রংপুর জেলা এবং বিকেল সোয়া চারটায় ঢাকা জেলা ও রাজশাহী জেলা মুখোমুখি হবে। এবারের ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকি টুর্নামেন্টে ৯ দল অংশ নিয়েছে। দলগুলো হলোÑ নড়াইল জেলা, রংপুর জেলা, কিশোরগঞ্জ জেলা, দিনাজপুর জেলা, পটুয়াখালী জেলা, ঝিনাইদহ জেলা, ঢাকা জেলা, রাজশাহী জেলা ও ঠাকুরগাঁও জেলা। ৯ দলকে ৩ গ্রুপে ভাগ করে খেলা হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে। এবারের ওয়ালটন জাতীয় মহিলা হকিতে ১ লাখ টাকা প্রাইজমানি থাকছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ও ৬০ হাজার টাকা প্রাইজমানি পাবে। রানার্সআপ দল ট্রফি ও ৪০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এছাড়া টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগরির সেরা পাঁচ খেলোয়াড়কে ওয়ালটনের হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
×