ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্টিল আমদানিতে শর্ত প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ০৩:৩২, ২ মার্চ ২০১৬

স্টিল আমদানিতে শর্ত প্রত্যাহারের দাবি

সেকেন্ডারি কোয়ালিটি স্টিল আমদানির ক্ষেত্রে বিএসটিআই কর্তৃক পরীক্ষা করার নতুন শর্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ আয়রন এ্যান্ড স্টিল ইম্পোর্টার এ্যাসোসিয়েশন্স। সরকারের এ নতুন শর্তারোপের ফলে দেশের প্রায় চার লাখ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প কারখানা ধ্বংসের মুখে পড়বে বলে জানিয়েছেন এর নেতৃবৃন্দ। মঙ্গলবার সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন সংগঠনে সভাপতি হাজী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ নাসির উল্লাহ, যুগ্ম সম্পাদক আবু জর গিফারি জুয়েল ও মোস্তাফিজুর রহমান জুয়েল। আলহাজ নাসির উদ্দিন বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের হঠাৎ করে অযৌক্তিকভাবে বিএসটিআই-এর সনদ বাধ্যতামূলকের প্রস্তাব দিয়ে গেজেটও প্রকাশ করেছে। আসলে এ ধরনের সেকেন্ডারি মাল গার্মেন্টসের স্টক লটের মতো। একেকটি লটে একেক ধরনের মাল থাকে। এটা আলাদা আলাদা করে বাছাই করে পরীক্ষা বা টেস্ট করা সম্ভব নয়। -স্টাফ রিপোর্টার
×