ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাশরাফিদের অগ্নিপরীক্ষা

প্রকাশিত: ০৪:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

মাশরাফিদের অগ্নিপরীক্ষা

টি২০ ক্রিকেটটাই ভিন্ন স্বাদের। আর সেটার সঙ্গে এখন পর্যন্ত মানিয়ে উঠতেই হিমশিম খেয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটে টানা সাফল্য পেলেও টি২০ ক্রিকেটে নিজেদের গুছিয়ে নিতে পারেনি টাইগাররা। সেটার প্রমাণ সম্প্রতিই মিলেছে জিম্বাবুইয়ের বিরুদ্ধে চার ম্যাচের টি২০ সিরিজে। দুই ম্যাচ জিতে এগিয়ে থাকার পর সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। হেরেছে টানা দুই ম্যাচ। এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আরেকটি পরীক্ষার সামনে মাশরাফি বিন মর্তুজার দল। এবার এশিয়ার বিশ্বকাপ হিসেবে বিবেচিত ‘এশিয়া কাপ’ ক্রিকেট আসর আয়োজিত হবে টি২০ ফরমেটে। এই লড়াইয়ে প্রতিপক্ষ অন্য দেশগুলোর চেয়ে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত সেরা সাফল্য হিসেবে ২০১২ সালের এশিয়া কাপের ফাইনাল খেলা। কিন্তু সেসব ছিল ওয়ানডে টুর্নামেন্ট। এবার ১৩তম আসরটি হবে টি২০ ফরমেটে। আর সে কারণেই দলের ভাল করা নিয়ে আছে সংশয়। এর মধ্যে আবার দলে থাকছেন না অন্যতম অপরিহার্য ওপেনার তামিম ইকবাল। তাই টি২০ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখিই হতে যাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশের পক্ষে ওয়ানডে ও টেস্ট উভয় ফরমেটের ক্রিকেটে সর্বাধিক রানের মালিক তামিম। ২০১২ এশিয়া কাপে অনেক বিতর্ক পেছনে ফেলে তিনি দলে ঠাঁই করে নিয়েছিলেন। সেবার টানা ৪টি অর্ধশতক হাঁকিয়ে নিজের সামর্থ্য অন্য যে কোন বাংলাদেশী ক্রিকেটারের চেয়ে বেশি সেটার প্রমাণ দিয়েছিলেন। তাঁর এমন দুরন্ত নৈপুণ্যের কল্যাণেই প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ দল। ২ রানের ন্যূনতম ব্যবধানে হেরে শেষ পর্যন্ত ফেবারিট হয়ে ওঠা টাইগাররা শিরোপা হাতছাড়া করে পাকিস্তানের কাছে। তামিম যে কোন প্রতিপক্ষের জন্যই যে বাড়তি এক দুশ্চিন্তা সেটা তাঁর পারফর্মেন্সই বলে দেয়। এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সর্বাধিক রানের মালিক তামিম এবার দলে নেই। তাঁর স্ত্রী সন্তান সম্ভবা। আর এশিয়া কাপ চলার সময়েই সেই সন্তান জন্ম দিতে পারেন তাঁর স্ত্রী। সে কারণে ছুটি পেয়েছেন তামিম। তাঁর বদলে ইমরুল কায়েসকে নেয়া হয়েছে। উদ্বোধনীতে সৌম্য সরকারকে নিয়ে শুরুটা করতে হবে বাংলাদেশ দলকে। যদিও ক্রিকেটাররা পেছনের ভুল শুধরে দারুণ কিছু করতে প্রত্যয়ী। যদিও ২০১৪ সালের এশিয়া কাপে ভরাডুবি ঘটেছিল বাংলাদেশ দলের। সহযোগী সদস্য দেশ আফগানিস্তানের কাছেও হেরে গিয়েছিল। একটি ম্যাচও জিততে পারেনি। এরপরও মাহমুদুল্লাহ রিয়াদ প্রত্যয় জানালেন ভাল খেলার এবং দাবি জানালেন চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে বাংলাদেশ দল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা খুব বেশি চাপে নেই। দলের সবাই বেশ নির্ভার। প্রথম ম্যাচে ভাল শুরু করে ছন্দটা নিজেদের পক্ষে আনতে পারলে এবং পরের ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে ভাল খেললে টুর্নামেন্টে ভাল ফলাফল করা সম্ভব হবে। এই আসরে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়ব।’ দলের প্রস্তুতিটাও ভাল হয়েছে দাবি করেছেন তিনি। তবে বাংলাদেশ দলের টি২০ ইতিহাস তেমন সুখকর নয়। ইতোমধ্যেই ৫০ টি২০ ম্যাচ খেলে ফেলেছে টাইগাররা। এর মধ্যে মাত্র ১৫ জয় পেয়েছে, আর হেরেছে ৩৪ ম্যাচ। ১ ম্যাচ হয়েছে পরিত্যক্ত। ক্রমাগত টি২০ ক্রিকেটে ব্যর্থতার কারণে বর্তমানে বাংলাদেশ দল আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে। এমনকি আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের ওপর। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলের মূল শক্তি। ব্যাটে-বলে তিনিই প্রতিপক্ষের জন্য বড় মাথাব্যথা হয়ে দাঁড়াবেন। এছাড়া দারুণ ফর্মে আছেন সাব্বির রহমান রুম্মান। এ তরুণকে বলা হয়ে থাকে বাংলাদেশের একমাত্র টি২০ বিশেষজ্ঞ ক্রিকেটার। এশিয়া কাপে দলে থাকছেন তিন তরুণ মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান ও আবু হায়দার রনি। এবার তাদের জন্যও বিশ্বকাপের আগে বড় পরীক্ষা নিজেদের যোগ্যতা প্রমাণের। দলে ফিরেছেন পেসার আল আমিন হোসেন। আর ক্রমেই বাংলাদেশের পেস আক্রমণ সমৃদ্ধ হয়ে উঠেছে। এর পুরোধা হিসেবে আছেন তরুণ বিস্ময় ‘কাটার বয়’ মুস্তাফিজুর রহমান। সবমিলিয়ে তাই আশায় বুক বাঁধছে ‘টিম বাংলাদেশ’ এবার এশিয়া কাপেও দারুণ কিছু করার। এ বিষয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘এবারের আসরের শুরু থেকেই আমরা আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে চেষ্টা করব। দলের পাশাপাশি নিজেকেও ব্যতিক্রমী হিসেবেই গড়ে তোলার চেষ্টা করছি।’ টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে এশিয়া কাপ আসর। দুই দফায় খুলনা ও চট্টগ্রামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এবার দেশের ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নেয়ার জন্য অনুশীলন করবে বাংলাদেশ। আজ সকালেই শুরু হচ্ছে সেই প্রস্তুতি। ইতোমধ্যেই এশিয়া কাপের বাছাইপর্ব খেলছে আইসিসির চারটি সহযোগী সদস্য দেশ। সেখান থেকে সেরা দলটাই মূল পর্বে খেলবে। সেখানে আছে চার টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। উদ্বোধনী দিনেই বাংলাদেশ দল মুখোমুখি হবে শক্তিশালী ভারতের। টি২০ ফরমেটে বাংলাদেশ দল অন্যদের চেয়েও বেশ পিছিয়ে। ভারত এক নম্বর দল বর্তমানে। বাংলাদেশের জন্য বিশেষ করে শেষ টি২০ সিরিজের বিষয়টা একেবারেই ভোলার নয়। কারণ বাংলাদেশ দল টানা দুই ম্যাচ জিতে গিয়েছিল সহজেই। এরপর আর জিম্বাবুইয়ে হারেনি, টানা দুই ম্যাচ জিতে সিরিজ ড্র করেছে। অবশ্য, দুই ম্যাচ জয়ের পর বাংলাদেশ দল বেশকিছু পরীক্ষা-নিরীক্ষাও চালিয়েছে। সেটা মূলত বিশ্বকাপে সঠিক সমন্বয় খোঁজার জন্যই। বেশকিছু পরিবর্তন দেখা গেছে দলে। সেই পরীক্ষাগার থেকে বিশ্বকাপের মূল দলে ঠাঁই করে নিয়েছেন নুরুল হাসান সোহান, আবু হায়দার রনি। এ ছাড়াও আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন। এবার এ তিন তরুণের জন্য অগ্নিপরীক্ষা এশিয়া কাপেই। নিজেদের সামর্থ্য ও যোগ্যতা কতখানি সেটা প্রমাণের সুযোগ পাবেন এশিয়া কাপের মতো বড় আসরে প্রথমবারের মতো খেলে। জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজে চার টি২০ ম্যাচই খেলেছেন সোহান, দুটি খেলেছেন রনি। তবে মিঠুন আগে খেললেও এ সিরিজটায় সুযোগ পাননি খেলার। তাই তামিমের অনুপস্থিতিতে এ তরুণ একটি সুযোগ পেতে পারেন নিজেকে মেলে ধরার। তামিম এশিয়া কাপ খেলবেন না সেটা আগেই নিশ্চিত হয়েছিল। কারণ এশিয়া কাপ চলার সময়েই সন্তানসম্ভবা স্ত্রীর সন্তান প্রসবের সম্ভাবনা আছে। তাই আগেভাগেই ছুটি নিয়েছেন। এ কারণে বিশ্বকাপের জন্য ঘোষিত দলটিতে শুধু তামিমের জায়গায় এশিয়া কাপ খেলার সুযোগ পেয়ে গেছেন ইমরুল কায়েস। এ ছাড়াও জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজ না খেলা অলরাউন্ডার নাসির হোসেন ফিরেছেন দলে। তরুণ পেসার তাসকিন আহমেদ ইনজুরি কাটিয়ে জিম্বাবুইয়ে সিরিজেই ফিরেছেন। তিনিও থাকছেন। আর সম্প্রতিই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টি২০ খেলে তামিমের সঙ্গে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। পিএসএল খেলে নিজেদের টি২০ মেজাজটাকে টিকিয়ে রাখতে পেরেছেন এ তিন ক্রিকেটার। তারাও এ অনুশীলনে থাকছেন। শুধু থাকছেন না তামিম। এ ছাড়াও জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজ শেষে ১০ দিন খুলনায় অনুশীলন করেছে টাইগাররা, নিজেদের মধ্যে প্রস্তুতিমূলক টি২০ ক্রিকেটও খেলেছে। আবার সম্প্রতিই বন্দরনগরী চট্টগ্রামেও কয়েকদিন অনুশীলন করে ফিরেছেন তারা। প্রস্তুতির শেষটা হয়েছে মিরপুরে। এবার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা।
×