ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ টি২০ বাছাই

আমিরাতের টানা দ্বিতীয় জয়

প্রকাশিত: ০৫:১২, ২২ ফেব্রুয়ারি ২০১৬

আমিরাতের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আফগানিস্তানকে হারানোর পর এশিয়া কাপ টি২০ ক্রিকেটের বাছাইপর্বে হংকংকেও হারিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। রবিবার ৬ উইকেটে হংকংকে হারিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলার পথে এক পা দিয়েই রাখল আরব আমিরাত। আজ ওমানের বিপক্ষে ম্যাচে জিতলেই স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে চূড়ান্ত পর্বে খেলবে আরব আমিরাত। টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে হংকং। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন বাবর হায়াত। এছাড়া মার্ক চ্যাপম্যান ২৯, নিজাকাত খান ২৮, আনসুমান রাথ ১০ রান করেন। বাকিদের মধ্যে কেউই দুই অংকের রান ছুঁতে পারেনি। আরব আমিরাতের হয়ে মোহাম্মদ নাভিদ তিন, আমজাদ জাভেদ দুটি, আহমেদ রেজা ও ফারহান আহমেদ নেন একটি করে উইকেট। ১৪৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভাল না হলেও চার উইকেটে নয় বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন মোহাম্মদ শেহজাদ। এছাড়া মোহাম্মদ উসমান ৪১, সাইমন আনোয়ার অপরাজিত ২৫, ওপেনার রোহান মোস্তফা ১০ রান করেন। ১৮.৩ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে আমজাদ জাভেদ শিবির। হংকংয়ের হয়ে নাদিম আহমেদ, তানভির আফজাল, ম্যার্ক চ্যাপম্যান, আজিজ খান একটি করে উইকেট লাভ করেন। দুই ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আরব আমিরাত। দুই ম্যাচে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আফগানিস্তান। ওমানেরও পয়েন্ট দুই, অবস্থান তৃতীয়। আর টানা দুই হারে সবার নিচে হংকং। আজ বাছাইপর্বের শেষ ম্যাচে বেলা তিনটায় মিরপুরে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। দিনের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে ওমানের মোকাবেলা করবে সংযুক্ত আরব আমিরাত। ম্যাচটিতে জিতলেই কোন হিসেব ছাড়াই চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করবে আরব আমিরাত। স্কোর ॥ হংকং ইনিংস ১৪৬/৭; ২০ ওভার (বাবার ৫৪, চ্যাপমেন ২৯, নিজাকাত ২৮; নাভিদ ৩/১৪)। আরব আমিরাত ইনিংস ১৪৭/৪; ১৮.৩ ওভার (শাহজাদ ৫২, উসমান ৪১, সাইমান ২৫*, মোস্তাফা ১০)। ফল ॥ সংযুক্ত আরব আমিরাত ৬ উইকেটে জয়ী। রিও ওপেন থেকে বিদায় নাদালের স্পোর্টস রিপোর্টার ॥ বছরের প্রথম গ্র্যান্ডসøাম আসর অস্ট্রেলিয়ান ওপেনেও ব্যর্থ হয়েছিলেন। প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছিলেন। এরপর চলতি বছরে দ্বিতীয়বারের মতো কোন টুর্নামেন্টে নেমেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। বর্তমানে বিশ্বের ৫ নম্বর এ তারকা এটিপি রিও ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন। এবার হেরে গেছেন ৪৫ নম্বর তারকা পাবলো কুয়েভাসের কাছে তিন সেটের দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর। সবমিলিয়ে ক্লে কোর্টের রাজা ২৯ বছর বয়সী নাদালকে ৩ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে কুয়েভাস হারিয়ে দেন ৬-৭ (৬-৮), ৭-৬ (৬-৩) ও ৬-৪ সেটে। উরুগুয়ের এ টেনিস তারকা ম্যাচে মোট ১১ এসেস পেয়েছেন। কিন্তু নাদাল অনেক সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন। ১৩ ব্রেক পয়েন্ট পেয়েও এর মধ্যে জিতেছেন মাত্র দুটি। এছাড়াও ৩৩ আনফোর্সড এরর ছিল। ফাইনালে কুয়েভাস শিরোপা জয়ের জন্য লড়বেন আর্জেন্টিনার ৭১ নম্বর র‌্যাঙ্কিংধারী গুইডো পেলার বিপক্ষে। এই আর্জেন্টাইনও দারুণ এক জয় তুলে নিয়েছেন। তিনি বিদায় দিয়েছেন পঞ্চম বাছাই অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েমকে। সরাসরি জিতেছেন ৬-১, ৬-৪ সেটে। দুবাইয়ের রানী সারা ইরানি স্পোর্টস রিপোর্টার ॥ দুবাই ওপেনের মুকুট পরলেন সারা ইরানি। শনিবার টুর্নামেন্টের ফাইনালে বারবোরা স্ট্রাইকোভাকে হারিয়ে শিরোপা জয়ের গৌরব অর্জন করলেন তিনি। শিরোপা জয়ের লড়াইয়ে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়েই দেন ইতালির এই টেনিস তারকা। দুবাই ওপেনের ফাইনালে সারা ইরানি ৬-০ এবং ৬-২ সেটে হারান চেকপ্রজাতন্ত্রের প্রতিভাবান টেনিস তারকা বারবোরা স্ট্রাইকোভাকে। সেই সঙ্গে ক্যারিয়ারের নবম ডব্লিউটিএ শিরোপা নিজের করে নিলেন তিনি। দুবাই ওপেনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে পেরে সারা ইরানির উচ্ছ্বাস যেন বেড়ে গেছে বহু গুণে। তবে প্রতিপক্ষের প্রশংসাও ঝরেছে তার কণ্ঠে। বারবোরা স্ট্রাইকোভাকে হারিয়ে কোর্টের তাৎক্ষণিক সাক্ষাতকারে সারা ইরানি বলেন, ‘আমার কোন কথা নেই। বারবোরার জন্য খুব দুঃখ হচ্ছে। প্রকৃতপক্ষেই অসাধারণ মাপের খেলোয়াড় সে।
×