ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের রং উৎসবে স্বপ্নদলের

‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’

প্রকাশিত: ০৬:৩০, ২০ ফেব্রুয়ারি ২০১৬

‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’

স্টাফ রিপোর্টার ॥ পার্শ্ববর্তী দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদানের ধারাবাহিকতায় বাংলাদেশের মঞ্চনাটকের দলগুলো হরহামেশায় নাটক মঞ্চায়ন করতে ভারত যায়। এরই ধারাবাহিকতায় অপরূপ সৌন্দর্যময় পর্যটন-নগরী ভারতের রাজস্থানে আয়োজিত স্বনামখ্যাত ‘রঙ রাজস্থান-২০১৬’ আন্তর্জাতিক নাট্য ও লোক-উৎসবে আমন্ত্রিত হয়েছে বাংলাদশের নন্দিত নাট্যসংগঠন স্বপ্নদল। উৎসবে স্বপ্নদলের জনপ্রিয় দুই প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’ নাটকের মঞ্চায়ন হবে। স্বপ্নদল সূত্রে জানা গেছে রাজস্থানের জয়পুরে বিখ্যাত জওহর কলাকেন্দ্রে আগামী ২৮ ফেব্রুয়ারি ‘ত্রিংশ শতাব্দী’ এবং পরদিন ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ‘চিত্রাঙ্গদা’ নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ‘রঙ রাজস্থান-২০১৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আগামী ২৪ ফেব্রুয়ারি পঁচিশ সদস্যের একটি প্রতিনিধি দল রাজস্থানের উদ্দেশে রওয়ানা হচ্ছে স্বপ্নদল। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনা দু’টিরই গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এর মধ্যে যুদ্ধবিরোধী প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ নাটকে তুলে ধরা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণ তথা পরবর্তী নানা যুদ্ধ-অনাচার-গণহত্যার বিষাদময় পরিণতি। এ ক্ষেত্রে মানুষের বর্তমান কর্তব্য অনুধাবন এবং সিদ্ধান্ত গ্রহণের মুখোমুখি স্থাপনই প্রযোজনাটির প্রত্যাশা। অন্যদিকে, রবীন্দ্রনাথ কৃত মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ রচিত ‘চিত্রাঙ্গদা’ যেন পৌরাণিক কাহিনীর আড়ালে এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি পারস্পরিক সম্মানাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয়! ‘ত্রিংশ শতাব্দী’ এবং ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনা দু’টি নির্মাণে প্রয়োগ করা হয়েছে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’। প্রসঙ্গত, স্বপ্নদল সম্প্রতি লন্ডনে ইউরোপের মর্যাদাপূর্ণ নাট্যোৎসব ‘১৩তম এ সিজন অব বাংলা ড্রামা-২০১৫’ এবং নয়াদিল্লীর ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)-এ অনুষ্ঠিত এশিয়ার বৃহত্তম ও ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘১৭তম ভারত রঙ মহোৎসব-২০১৫’-এ ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের অনবদ্য প্রদর্শনীর মাধ্যমে স্মরণীয় সাফল্য অর্জন করে। আর সার্ধশত রবীন্দ্রবর্ষে ২০১১-এ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নির্মিত ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি নিয়ে এবারই প্রথম দেশের বাইরে যাচ্ছে স্বপ্নদল। এদিকে মাতৃভাষা দিবস উপলক্ষে ‘শুদ্ধরূপে বাংলা ভাষা বলতে চাই, শুনতে চাই’ স্লোগান নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৬ উপলক্ষে ‘ত্রিংশ শতাব্দী’ এবং ‘চিত্রাঙ্গদা’ নাটকের বিশেষ মঞ্চায়ন হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। এর মধ্যে আজ শনিবার ‘ত্রিংশ শতাব্দী’ এবং পরদিন ২১ ফেব্রুয়ারি রবিবার স্টুডিও থিয়েটারে ‘চিত্রাঙ্গদা’ নাটকের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দুটি নাটকেরই মঞ্চায়ন শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাতটায়। দুটি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জাহিদ রিপন, ফজলে রাব্বী সুকর্ন, মিতা, মোস্তাফিজুর রহমান, রেজাউল মাওলা, শিশির শিকদার, সামাদ ভূইয়া, জেবুন্নেসা আলো, রিমু, নাবলু, তানভীর শেখ, শাহীন, মাধুরি, মাসুদ, তানিয়া, জুই, আলী, জুয়েনা শবনম, মেহেদী রানা, তীর্থ প্রমুখ।
×