ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রবিবার আসছে ভারত-শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৪:২৭, ২০ ফেব্রুয়ারি ২০১৬

রবিবার আসছে ভারত-শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ এবার এশিয়া কাপ দুই কারণে ভিন্ন মাত্রা পাচ্ছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরমেট টি২০ ম্যাচ হবে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে। তাই এটিকে প্রথম টি২০ এশিয়া কাপ আসর বলা যেতে পারে। আর আরেকটি হচ্ছে প্রথমবারের মতো চার টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে চূড়ান্ত পর্ব খেলার জন্য বাছাই অনুষ্ঠিত হচ্ছে আইসিসির চার সহযোগী সদস্য দেশের মধ্যে। আগামী বুধবার শুরু হবে এশিয়া কাপের ১৩তম এ ভিন্নমাত্রার আসরটি। সবার আগে বাংলাদেশে পা রাখবে গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। রবিবার দুপুরে লঙ্কানরা পৌঁছানোর পর সেদিনই সন্ধ্যায় বাংলাদেশের মাটিতে পা রাখবে শক্তিশালী ভারত। এবার এশিয়া কাপে সব দলেরই বিশ্বকাপ স্কোয়াড খেলতে আসবে। ৬ মার্চ এশিয়া কাপ শেষেই ৮ মার্চ বিশ্বকাপ শুরু। তাই সব দলের জন্যই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে ধরে নেয়া হচ্ছে এবারের এশিয়া কাপটি। আর বিশ্বকাপের কথা মাথায় রেখেই টি২০ ফরমেটে প্রথমবার এশিয়া কাপও খেলা হচ্ছে। এবার এ আসরের চ্যাম্পিয়নরা পুরস্কার হিসেবে পাবে ৬০ হাজার মার্কিন ডলার (প্রায় ৪৮ লাখ টাকা), রানার্সআপরা পাবে ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় ২৪ লাখ টাকা)। গত ১২ আসরের মধ্যে একবারই মাত্র ফাইনাল খেলেছে বাংলাদেশ দল। ১৯৮৮, ২০০০, ২০১২, ২০১৪ সালেও এশিয়া কাপ আয়োজন করেছে বাংলাদেশ। এর মধ্যে ২০১২ সালেই সেরা সাফল্য পায়। প্রথমবারের মতো ফাইনালে উঠলেও পাকিস্তানের কাছে শেষ পর্যন্ত ২ রানে হেরে রানার্সআপ হয়। সবমিলিয়ে পঞ্চমবারের মতো এবং টানা তৃতীয়বারের মতো এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট আসরটির আয়োজক বাংলাদেশ এবারও দারুণ কিছু করতে চাইবে বিশ্বকাপের আগে। এর আগের এশিয়া কাপগুলোতে বেশি সাফল্য পেয়েছে ভারত আর শ্রীলঙ্কা। এ দুটি দল হয়েছে ৫ বার করে চ্যাম্পিয়ন। আর পাকিস্তান শিরোপা জয় করে দুইবার। আর সেই দুইবারই তারা বাংলাদেশের মাটিতেই এশিয়া কাপ জয় করে। ২০০০ সালের পর আবারও ২০১২-তে দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ আয়োজন করে এশিয়া কাপ। আর এই দীর্ঘ এক যুগ পরই নিজেদের দ্বিতীয় শিরোপা জয় করে পাকরা। তবে প্রথমবার বাংলাদেশের মাটিতে আয়োজিত আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ১৯৮৮ সালের সেই আসর। তবে শ্রীলঙ্কা পারেনি। অবশেষে গত আসরে সেই খরা কাটিয়েছে লঙ্কানরাও। বাংলাদেশের মাটিতে এশিয়া কাপ জিতেছে। এবার তাদের জন্য শিরোপা ধরে রাখার মিশন। যদিও সার্বিকভাবে এটি ১৩তম আসর এশিয়া কাপের। কিন্তু ফরমেট বিবেচনা করলে এটি প্রথম টি২০ এশিয়া কাপ। টি২০ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এবারের আসরটি আয়োজিত হচ্ছে বলেই সব দলের টি২০ মেজাজ এবং প্রস্তুতি ঠিক রাখতে এবার এমন করা হযেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে চ্যাম্পিয়ন রানার্সআপ ছাড়াও প্রতি ম্যাচের বিজয়ী দলও প্রাইজমানি পাবে। প্রতি ম্যাচে জয়ী দল পাবে ১০ হাজার মার্কিন ডলার (প্রায় ৮ লাখ টাকা)। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন সাড়ে ১২ হাজার ডলার (প্রায় ১০ লাখ টাকা)। আর ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ পাবেন সাড়ে ৭ হাজার ডলার (প্রায় ৬ লাখ টাকা)। আর অন্য ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ পাবেন ৫ হাজার ডলার (প্রায় ৪ লাখ টাকা)।
×