ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাকায় সি ভি চন্দ্রশেখরের ভরত নাট্যম কর্মশালা

প্রকাশিত: ০৫:৫০, ৩০ জানুয়ারি ২০১৬

ঢাকায় সি ভি চন্দ্রশেখরের ভরত নাট্যম কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ নৃত্য চর্চা ও প্রসারে নব্বই দশকের শুরুর দিকে নৃত্যনন্দনের যাত্রা শুরু হয়। সেই ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্য বিভাগের মহড়া কক্ষে শুক্রবার থেকে ভরত নাট্যম নৃত্য কর্মশালা শুরু করেছে সংগঠনটি। উপমহাদেশের প্রখ্যাত নৃত্যগুরু প্রফেসর শ্রী সি ভি চন্দ্রশেখরের পরিচালনায় কর্মশালা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তাকে সহযোগিতা করবেন কোলকাতার সুপ্রতিষ্ঠিত নৃত্যশিল্পী শ্রী রাজদীপ ব্যানার্জি। প্রতিষ্ঠানটির কর্ণধার নৃত্যশল্পী শর্মিলা বন্দোপাধ্যায় জানান, নৃত্যনন্দন গুরু ও তাঁর নবীন শিষ্যদের কঠোর পরিশ্রম, ত্যাগ, সাধনা ও একাগ্রতার মাধ্যমে একটি উচ্চমানসম্পন্ন ও সুচারু নান্দনিক নৃত্যশৈলীর রূপ তৈরিতে সক্ষম হয়েছে। বাংলাদেশের নৃত্য চর্চার ধারায় ঐতিহ্য, শাস্ত্রীয়, সৌন্দর্য ও সৃজন কর্মের এক অপূর্ব সমন্বয় ঘটিয়ে নিরন্তর নতুন নতুন প্রযোজনার মাধ্যমে নৃত্যনন্দন অসংখ্য দৃষ্টান্ত রাখতে সমর্থ হয়েছে এই পঁচিশ বছরে তার যোগ্যতার নিরিখেই। ২০১৫ সালের ৯ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শ্রীমতি কলাবতী দেবীর পরিচালনায় নৃত্যনন্দন আয়োজন করেছিল মনোজ্ঞ মনিপুরি নৃত্যানুষ্ঠান ‘জাগোই পরেং’। তারই ধারাবাহিকতায় এ নৃত্য কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন সংগঠনের প্রায় পঞ্চাশোর্ধ ভরত নাট্যম নৃত্য প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। কর্মশিবির শেষে আগামী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ভরত নাট্যম নৃত্যসন্ধ্যা ‘কনক মঞ্জরী’ অনুষ্ঠিত হবে। এই আয়োজনে সহযোগিতায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
×