ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাইওনিয়ার ফুটবল লীগ শুরু শনিবার

প্রকাশিত: ০৫:৩৭, ২৯ জানুয়ারি ২০১৬

পাইওনিয়ার ফুটবল লীগ শুরু শনিবার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে আগামী শনিবার থেকে ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পাইওনিয়ার (অনুর্ধ-১৬) ফুটবল লীগ’-এ ৬০টি ক্লাব ফুটবল দলের অংশগ্রহণে ঢাকা মহানগরীর ৫টি মাঠে ২ গ্রুপে অনুষ্ঠিত হবে। লীগের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা, রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা। প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করার পাশাপাশি কোয়ার্টার ও সেমিফাইনালিস্ট দলগুলোকেও প্রাইজমানি দেয়া হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বাফুফের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পাইওনিয়ার ফুটবল লীগের ডেপুটি চেয়ারম্যান ও বাফুফে সদস্য বিজন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা আফজালুল আজম রেজা ও সেলস্ ম্যানেজার, ব্র্যাক কৌশিক রহমান। এই লীগের টাইটেল স্পন্সর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পাওয়ার্ড বাই আড়ং ডেইরি, কো-স্পন্সর প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। লীগের উদ্বোধনী ম্যাচে (বিকেল ৩টায়) পল্টন ময়দানে (আউটার স্টেডিয়াম) মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম বনাম বসুন্ধরা টিমস্। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি উপস্থিত থাকবেন। সংবর্ধিত অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। ওয়ালটন কাবাডিতে সান শাইন চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ পল্টন কাবাডি স্টেডিয়ামে শেষ হয়েছে ‘ওয়ালটন দ্বিতীয় বিভাগ কাবাডি লীগ।’ বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে সান শাইন স্পোর্টিং ক্লাব ১টি লোনাসহ ১৭-১৫ পয়েন্টে আলী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল প্রথম বিভাগে উন্নীত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর (স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনে সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ। এই লীগে আটটি দল অংশ নেয়। দলগুলো হল : আলী স্পোর্টিং ক্লাব, গুলিস্তান স্পোর্টিং ক্লাব, আইডিয়াল ক্রীড়াচক্র, মনিরুজ্জামান ক্রীড়াচক্র, সান শাইন স্পোর্টিং ক্লাব, মুরাদনগর একাদশ, সোনালী রিক্রিয়েশন ক্লাব ও জেবি স্পোর্টিং ক্লাব। ফাইনালে পিএসজি স্পোর্টস রিপোর্টার ॥ ফরাসী লীগ কাপের ফাইনালে নাম লিখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। বুধবার রাতে সেমিফাইনালে পিএসজি ২-০ গোলে পরাজিত করে টোউলোসকে। বিজয়ী দলের হয়ে গোল করেন দুই আর্জেন্টাইন তাকা অ্যাঞ্জেল ডি মারিয়া ও ইজিকুয়েল লাভেজ্জি। এবারের ফাইনাল জিতলে টানা তিন মৌসুম শিরোপা ধরে রাখবে পিএসজি। ফাইনালে পিএসজির প্রতিপক্ষ লিলি। সেমিতে তারা ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারায় বরডোয়েক্সকে। ঘরের মাঠ পার্ক ডেস প্রিন্সেসে প্রাধান্য বিস্তার করে খেলেও প্রথমার্ধে গোল পায়নি পিএসজি। বিরতির পর ৬৫ মিনিটে লাভেজ্জির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭১ মিনিটে পিএসজির জয় নিশ্চিত করা গোলটি করেন ডি মারিয়া। এই নিয়ে পিএসজি টানা ১২ ম্যাচ জিতে নতুন রেকর্ড গড়লো।
×