ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিল গেটস আবারও বিশ্বের শীর্ষ ধনী

প্রকাশিত: ০৪:১১, ২৯ জানুয়ারি ২০১৬

বিল গেটস আবারও বিশ্বের শীর্ষ ধনী

অর্থনৈতিক রিপোর্টার ॥ আবারও বিশ্বের শীর্ষ ধনী নির্বাচিত হয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ৮৭.৪ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য সম্পদ নিয়ে এ স্থান অধিকার করলেন এই মার্কিন নাগরিক। বিশ্বে শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে বাণিজ্যভিত্তিক ওয়েবসাইট ওয়েলথ-এক্স। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যমে বিজনেস ইনসাইডারের সহযোগিতা গ্রহণ করেছে। প্রতিটি ব্যক্তির সম্পদ, মুদ্রাবিনিময় হার, স্থানীয় কর, সঞ্চয়ী হার, বিনিয়োগ পারফর্মেন্স এবং অন্যান্য বিষয় আমলে নিয়ে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন স্পেনের আমানসিও ওর্তেগা। তার সম্পদের পরিমাণ ৬৬.৮ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার বেশি সম্পদ নিয়ে সদ্য প্রকাশিত শীর্ষ ধনীর তালিকায় প্রথম স্থানে রয়েছেন বিল গেটস। মোট সম্পদ ৬০.৭ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের আরেক বিজনেস ম্যাগনেট ওয়ারেন বাফেট। বিশ্বে শীর্ষ ধনীর এ তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পৃষ্ঠপোষক জেফ বেজোস ও বিশিষ্ট ব্যবসায়ী ডেভিড কোচ। তাদের মোট সম্পদের পরিমাণ যথাক্রমে ৫৬.৬ ও ৪৭.৪ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বে গাড়ি বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে টয়োটা অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বে গাড়ি বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে টয়োটা। এ নিয়ে টানা ৪ বছরের মতো এ স্থানের মুকুট পরল জাপানী গাড়ি প্রস্তুতকারক কোম্পানিটি। প্রিয়াস হাইব্রিড, কামরি, করোলা সেডান মডেলস ও লেক্সাস লাক্সারি ব্র্যান্ডের জন্য বৈশ্বিক গাড়ি বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে টয়োটা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে ১০.৫ মিলিয়ন গাড়ি বিক্রি করেছে টয়োটা, যা কোম্পানিটির প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জার্মান গাড়ি প্রস্তুতকারক কোম্পানি ভক্সওয়াগন। ২০১৫ সালে কোম্পানিটি গাড়ি বিক্রি করেছে ৯.৯৩ মিলিয়ন। অন্যদিকে একই বছর ৯.৮ মিলিয়ন গাড়ি বিক্রি করে তৃতীয় স্থানে ররেছে যুক্তরাষ্ট্রের গাড়ি প্রস্তুতকারক কোম্পানি জেনারেল মোটরস। প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের প্রথমার্ধে বিশ্বে গাড়ি বিক্রিতে শীর্ষস্থানে ছিল ভক্সওয়াগন। ধারণা করা হচ্ছে, ডিজেল নির্গমন কেলেঙ্কারির কারণে ওই বছরের দ্বিতীয়ার্ধে কোম্পানিটির বিক্রিপাটা কমে গেছে। এদিকে বলা হচ্ছে- চলমান বৈশ্বিক অর্থনিতির ধীরগতি সদ্য শেষ হওয়া বছরে কোম্পানিগুলোর গাড়ি বিক্রিতে ব্যাপক প্রভাব ফেলেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৪ সালে ১০.২৩ মিলিয়ন গাড়ি বিক্রি করে শীর্ষস্থানে ছিল টয়োটা। সে তুলনায় এ বছর কোম্পানিটির গাড়ি বিক্রি বেশ কমেছে। প্রিয়াস হাইব্রিড, কামরি, করোলা সেডান মডেলস ও লেক্সাস লাক্সারি ব্র্যান্ডের জন্য বৈশ্বিক গাড়ি বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে টয়োটা। গাড়ি বিক্রিতে শীর্ষস্থানের পাশাপাশি কোম্পানিটির শেয়ার বেড়েছে ৩.৮ শতাংশ।
×