ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাবিতে শিল্পীর ক্যানভাসে নারী ও সমকালীন জীবনের প্রতিচ্ছবি

প্রকাশিত: ০৬:৩০, ২৮ জানুয়ারি ২০১৬

রাবিতে শিল্পীর ক্যানভাসে নারী ও সমকালীন জীবনের প্রতিচ্ছবি

মামুন-অর-রশিদ, রাজশাহী/কায়কোবাদ খান, রাবি ॥ দু’পাশে সুউচ্চ অট্টালিকার সারি। মাঝের পিচঢালা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পরিপাটি দুটি ছেলে-মেয়ে। পরনের পোশাক ও কাঁধের ব্যাগ বলে দিচ্ছে তারা স্কুলগামী। রাস্তার অন্যপাশে একই বয়সের আরও দুটি ছেলের উপস্থিতি তুলে এনেছে সমাজের বিপরীত চিত্র। আলুথালু পোশাকের ছেলে দুটির কাঁধ থেকে হাঁটু অবধি নেমে এসেছে বড় আকারের পলি ব্যাগ। খালি পা আর বেশভূষা দেখেই বোঝা যায় এরা পথশিশু। তরুণ শিল্পী রায়হান উদ্দিন ক্যানভাসে তুলে এনেছেন শিশুশ্রম। এমন শিল্পসৃষ্টির দেখা মেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সংস্কৃতি কেন্দ্রে (টিএসসিসি)। রাজশাহীর নবীন ১০ শিল্পীর ৫৪টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করেছে চোরকুঠুরী আর্ট গ্রুপ। সোমবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে শুক্রবার পর্যন্ত। শিল্পীর আবেগ ও অভিজ্ঞতার মিশেলে তৈরি একেকটি শিল্পসৃষ্টির রস আস্বাদনের নিমিত্তে টিএএসসিসি ভবনে প্রতিদিন সহস্রাধিক শিক্ষার্থী প্রদর্শনী দেখতে ভিড় করছেন। প্রদর্শনী উপলক্ষে টিএসসিসিকে সাজানো হয়েছে গ্রামীণ জনপদের আবহে। ভবনের প্রধান ফটকে বাঁশের চাঁটাই এবং খড়ের ছাউনি দিয়ে বানানো হয়েছে দুটি ছোট কুঁড়েঘর। ভবনের ভেতরেও বাঙালিয়ানার ছাপ স্পষ্ট। প্রতিটি জানালায় বাঁশের চাঁটাই দেয়া। দেয়ালে মাটির ঘরের বড় পোস্টার সাঁটানো। জানালায় দেয়া প্রদীপ এবং দেয়ালে দেয়ালে সাজানো শিল্পকর্ম কংক্রিটের দালানেও ফুটিয়ে তুলেছে গ্রাম-বাংলার হারানো ঐতিহ্য। প্রদর্শনীতে স্থান পাওয়া ৫৪টি শিল্পকর্মর মধ্যে চিত্রকর্ম রয়েছে ৪১টি, ভাস্কর্য ৯টি ও আলোকচিত্র ৬টি।
×