ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ববাজারে সূচক বাড়লেও কমেছে চীনে

প্রকাশিত: ০৬:১৪, ২৮ জানুয়ারি ২০১৬

বিশ্ববাজারে সূচক বাড়লেও কমেছে চীনে

মার্কিন ও ইউরোপের পুঁজিবাজারে উর্ধগতির কারণে বুধবার এশিয়ার প্রধান প্রধান পুঁজিবাজার ইতিবাচক ধারায় দিন পার করেছে। তবে চীনের পুঁজিবাজার সে সুযোগ নিতে পারেনি। দেশটির বাজার আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে। লেনদেনের শুরুতে এদিন সাংহাই কম্পোজিট ৪ শতাংশের বেশি সূচক হারায়। তবে দিনশেষ তা কিছুটা কাটিয়ে উঠে ০.৫২ শতাংশ পতনে শেষ হয়েছে। মঙ্গলবার দেশটির পুঁজিবাজার ৬ শতাংশের বেশি সূচক হারায়। এর আগে ব্যাপক দরপতনে এক সপ্তাহের মধ্যে দুদিন বাজার বন্ধ করতে বাধ্য হয় চীন। তবে অন্যান্য পুঁজিবাজার গত ক’দিনের লোকসান কিছুটা কাটিয়ে উঠেছে। মার্কিন পুঁজিবাজার গতদিন ইতিবাচক ধারায় অতিবাহিত হওয়ায় হংকংয়ের হ্যাং সেং সূচক এদিন ১ শতাংশ বেড়ে ১৯ হাজার ৫২ পয়েন্টে অবস্থান করে। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে তিন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানি নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। কোম্পানি ৩টি হচ্ছে- আফতাব অটোমোবাইলস, রেনউইক যজ্ঞেশ্বর এ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড এবং আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে আরও জানা গেছে, কোম্পানি ৩টি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে এ লভ্যাংশ পাঠিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×