ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ঢাকা বিভাগীয় নাট্যোৎসবের সমাপনী

প্রকাশিত: ০৪:১৮, ২৪ জানুয়ারি ২০১৬

নেত্রকোনায় ঢাকা বিভাগীয় নাট্যোৎসবের সমাপনী

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ ‘জাগাও নাটক, সাজাও দেশ’ সেøাগানে নেত্রকোনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দিনব্যাপী ‘ঢাকা বিভাগীয় নাট্যোৎসব’ শনিবার শেষ হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদের ব্যবস্থাপনায় ঢাকা বিভাগীয় নাট্যোৎসব উদযাপন কমিটি এ উৎসবের আয়োজন করে। বৃহস্পতিবার এ উৎসব শুরু হয়। ওইদিন বিকেল সাড়ে তিনটায় আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন নেত্রকোনার সিংহেরবাংলার প্রবীণ নাট্যশিল্পী বিমল চক্রবর্তী। উদ্বোধনের পর ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সন্ধ্যা সাতটা থেকে পরপর মঞ্চস্থ হয় শেরপুর জেলা উদীচীর নাটক ‘বর্ণচোর’ ও জামালপুর জেলা উদীচীর নাটক ‘মৃত্যুঞ্জয়’। দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যায় উদীচীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগর সংসদের পরিবেশন করে নাটক ‘ডাকঘর’। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদ মঞ্চস্থ কওে নাটক ‘পলাশের রং’। উৎসবের তৃতীয় দিন শনিবার সন্ধ্যায় পর পর মঞ্চস্থ হয় তিনটি নাটক। এগুলো হলো কিশোরগঞ্জ জেলা উদীচীর ‘অতঃপর সাধু’, ময়মনসিংহ জেলা উদীচীর ‘দেয়ালের লিখন’ এবং নেত্রকোনা জেলা উদীচীর নাটক ‘চোরাকাহিনী’। এছাড়াও প্রতিদিনই নাটকের আগে অনুষ্ঠিত হয় আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান। দেশবরেণ্য নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এসব আলোচনা অনুষ্ঠানে অংশ নেন। উৎসব উপলক্ষে সোমবার রাতে উদীচীর স্থানীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা উৎসবের অনুষ্ঠানসূচি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান খান, সদস্যসচিব নীলম বিশ্বাস রাতুল, জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, মোঃ আলমগীর, নাট্য সম্পাদক মাহফুজ সুমন প্রমুখ।
×