ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একীভূত হচ্ছে অলটেক্সের দুই কোম্পানি

প্রকাশিত: ০৬:৩৭, ২২ জানুয়ারি ২০১৬

একীভূত হচ্ছে অলটেক্সের দুই কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ একীভূত হচ্ছে অলটেক্সের দুই কোম্পানি। কোম্পানি দুটি হচ্ছে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং তার সহযোগী প্রতিষ্ঠান অলটেক্স ফেব্রিক্স। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় একীভূতকরণের এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সিদ্ধান্ত অনুযায়ী একীভূতকরণের বিষয়টি কার্যকর হবে ১ জুলাই ২০১৫ থেকে। এদিকে একীভূতকরণে অলটেক্স ইন্ডাস্ট্রিজের প্রতি একটি শেয়ারের বিপরীতে অলটেক্স ফেব্রিক্সের ০.৩০টি শেয়ার ধরা হয়েছে। কোম্পানি দুটির নিট সম্পদ মূল্যের ওপর ভিত্তি করে এ অনুপাত নির্ধারণ করা হয়েছে। অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও অলটেক্স ফেব্রিক্স একীভূত হওয়ার বিষয়টি উচ্চ আদালতে উপস্থাপনের বিষয়টিও বোর্ড সভায় অনুমোদন দেয়া হয়েছে। এ বিষয়ক তিনটি বিষয়ই কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেয়া হয়েছে। এর আগে ১৯৯৬ সালে অলটেক্স ইন্ডাস্ট্রিজ নামের কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর আগে ২০১৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস এবং ২০১৫ সালে ৪ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত কোম্পানিটি কোন লভ্যাংশ ঘোষণা না করায় ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হয়েছে। পরে ২০১৫ সালে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়। এখনও ‘এ’ ক্যাটাগরিতেই লেনদেন হচ্ছে। বৃহস্পতিবার একীভূত হওয়ার খবর ডিএসইতে প্রকাশিত হওয়ার পর কোম্পানিটির প্রতিটি শেয়ারের দিনশেষে দর দাঁড়ায় ২৮ দশমিক ৩০ টাকা। সারাদিনে কোম্পানিটির ৪৪ লাখ ৫ হাজার ২৭২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য দাঁড়ায় ১২ কোটি ৭৩ লাখ টাকা। ঋণ সুবিধা পাবেন না অলিম্পিক এক্সেসরিজের বিনিয়োগকারীরা অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্যাটাগরি পরিবর্তন হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের। এদিকে এ কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য আগামী এক মাস কোন ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছে অলিম্পিক এক্সেসরিজ। এর ফলে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর এ ক্যাটাগরির অধীনে রবিবার থেকে শুরু হবে এ কোম্পানির শেয়ার লেনদেন। এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক নতুন আইন অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোন সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরিতে প্রথম লেনদেনের দিন থেকে ত্রিশতম দিন পর্যন্ত উক্ত সিকিউরিটিজ ক্রয়ের জন্য মার্জিণ ঋণ প্রদান করা যাবে না।
×