ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইতালিয়ান কাপ

নেপোলিকে হারিয়ে সেমিতে ইন্টার

প্রকাশিত: ০৪:৪২, ২১ জানুয়ারি ২০১৬

নেপোলিকে হারিয়ে সেমিতে ইন্টার

স্পোর্টস রিপোর্টার ॥ নেপোলিকে ২-০ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে ইন্টার মিলান। মঙ্গলবার রাতে নেপলসে কোয়ার্টার ফাইনালে স্বাগতিকরা ভাল ফুটবল খেলেও জয় পায়নি। গোল মিসের মহড়ার কারণে হারতে হয় সিরি এ লীগের শীর্ষে থাকা দলটিকে। এই হারে মধুর প্রতিশোধও নিয়েছে ইন্টার। গত বছর নেপোলির কাছে হেরেই ইতালিয়ান কাপের শেষ আট থেকে বিদায় নিয়েছিল তারা। ঘরের মাঠ সাও পাওলো স্টেডিয়ামে পুরো ম্যাচ জুড়েই গোলের জন্য হাহাকার করে নেপোলি। গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হয়। বিরতির পর ৭৪ মিনিটে স্বাগতিকদের দুঃস্বপ্ন উপহার দেন ইন্টারের মন্টেনেগ্রো স্ট্রাইকার স্টিভান জোভেটিক। পিছিয়ে পড়ার পর ম্যাচে মরিয়া প্রচেষ্টা শাণাতে থাকে স্বাগতিক নেপোলি। কিন্তু উল্টো মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায় স্ট্রাইকার ড্রায়াস মার্টেনসের লাল কার্ড। ৮৮ মিনিটে মাঠ ছাড়েন তিনি। এর খানিক বাদেই ইনজুরি সময়ে নেপোলির ম্যাচে ফেরার স্বপ্নে জল ঢেলে দেন সার্বিয়ান স্ট্রাইকার অ্যাডাম এলজাজিক। ৯২ মিনিটে আরেকটি গোল করে ইন্টারের জয় নিশ্চিত করেন তিনি। সেমিফাইনালে ল্যাজিও বা বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের মুখোমুখি হবে ইন্টার। শেষ চারের অপর ম্যাচে এসি মিলানের বিরুদ্ধে মাঠে নামবে তৃতীয় সারির দল আলেসান্ড্রিয়া। কোচ সামপাওলি বরখাস্ত স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ছয়মাস আগেই চিলিকে জিতিয়েছেন প্রথমবারের মতো কোপা আমেরিকার ট্রফি। যে কারণে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত চিলির কোচ পদে থাকার ইচ্ছা ছিল জর্জ সামপাওলির। কিন্তু তার ইচ্ছাটা পূরণ হলো না। মঙ্গলবার ৫৫ বছর বয়সী এই কোচকে বরখাস্ত করেছে চিলি। দেশটির ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। ২০১৪ বিশ্বকাপে চমক দেখানো চিলি নকআউট পর্বে শেষ ১৬’র লড়াইয়ে স্বাগতিক ব্রাজিলের কাছে পেনাল্টিতে হেরে বিদায় নেয়। কিন্তু তার আগে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে গ্রুপ পর্বে ২-০ গোলে পরাজিত করে নকআউট পর্ব নিশ্চিত করে। বিশ্বকাপের পরপরই এই আর্জেন্টাইন কোচ বলেছিলেন, কোপা আমেরিকা পর্যন্ত তিনি চিলির দায়িত্ব চালিয়ে যেতে চান। পরবর্তীতে কোপার শিরোপা জিতিয়ে আরেকটি বিশ্বকাপেও দায়িত্ব পালনের ইচ্ছার কথা জানান। কিন্তু চিলি ফুটবল ফেডারেশন সামপাওলির সঙ্গে আর চুক্তি বাড়ায়নি।
×