ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভালবাসা নিয়েই ফিরবেন গেইল

প্রকাশিত: ০৪:৩৬, ২১ জানুয়ারি ২০১৬

ভালবাসা নিয়েই ফিরবেন গেইল

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ হলো ক্রিস গেইলের বহুবিতর্কিত বিগ ব্যাশ। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি২০তে এবার মাঠ ও মাঠের বাইরে আলোচনার কেন্দ্রে ছিলেন ক্যারিবিয়ান এ ব্যাটিং-দানব। টেলিভিশন উপস্থাপিকার সঙ্গে অশালীন বাক্য বিনিময়ে সমলোচিতই হয়েছেন বেশি। বিগ ব্যাশ তো বটেই, বিশ্বজুড়ে ঘরোয়া লীগগুলোতে নারীঘেঁষা গেইলকে নিষিদ্ধ করার ডাক দিয়েছেন গ্রেট ইয়ান চ্যাপেল, দেশটির মিডিয়াও তার ওপর খ্যাপা। এই অবস্থায় আগামী আসরে কি ঘটবে সেটি নিয়ে অনেকেই দ্বিধান্বিত। তবে গেইল নিজে জানিয়েছেন, ভক্তদের ভালাবাসা নিয়ে তিনি অস্ট্রেলিয়ার জনপ্রিয় এই টুর্নামেন্টে ফিরে আসবেন। অবশ্য বিতর্কের মাঝেও ব্যাট হাতে যথারীতি নিজের রুদ্রমূর্তি দেখিয়েছেন, সেমিতে দল হারলেও খেলেছেন রেকর্ডগড়া দ্রুততম হাফ সেঞ্চুরির ইনিংস। ‘অবশ্যই অস্ট্রেলিয়াকে ভালবাসি, ভালবাসি ঐতিহ্যবাহী এই বিগ ব্যাশ টুর্নামেন্ট। এখানকার দর্শক খুবই স্পোর্টিং, তারা বিনোদন গ্রহণ করতে জানে। বিনোদনের ফেরিওয়ালা হিসেবেই তারা আমাকে ভালবাসে। এই ভালবাসা সঙ্গী করে আমি আবারও ফিরে আসব।’ বিগ ব্যাশ শেষে স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন গেইল। ভুল-ত্রুটি শুধরে গেইল একজন মানুষ, যে ক্রিকেট বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার ও টুর্নামেন্টের টেলিভিশন ধারাভাষ্যকার এ্যান্ড্রু ফ্লিনটফ। গেইলকে ‘হট-চপের’ সঙ্গেও তুলনা করেন তিনি। এমনিতে নারীঘটিত বিষয়ে তার আচরণ নিয়ে প্রশ্ন রয়েছে। এবারের বিগ ব্যাশে সেটি আরও উস্কে দেন গেইল নিজে। বেলেরিভ ওভালে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে মেলবোর্ন রেনেগেডসের হয়ে ৪ চার ও ৩ ছক্কায় ১৫ বলে ৪১ রানের ম্যারাথন ইনিংস খেলে ফেরার সময় তার সাক্ষাতকার নিতে যান চ্যানেল টেনের জনপ্রিয় প্রমীলা উপস্থাপক মেল ম্যাকলফলিন। তখনই সেই বিতর্ক। উপস্থাপিকা জিজ্ঞেস করেন বিধ্বংসী এই ইনিংসের পর কি আশা করছেন? জবাবে গেইল বলেন, ‘আমি তোমাকে সাক্ষাতকার দিতেই আসতে চেয়েছি। প্রথমবারের মতো তোমার চোখ দুটো দেখতেই তো আমি এখানে। এটা খুবই সুন্দর।
×