ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইতিহাস প্রথম পত্র

প্রকাশিত: ০৫:৫২, ১৮ জানুয়ারি ২০১৬

ইতিহাস প্রথম পত্র

(পূর্ব প্রকাশের পর) ৩৭. মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে কয়ভাগে বিভক্ত ছিল? ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে ৩৮. ভাষাশহিদ রফিক কীভাবে মারা যান? ক) মাথায় গুলি লেগে খ) বুকে গুলি লেগে গ) পুলিশের নির্যাতনে ঘ) বোমার আঘাতে ৩৯. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে? ক) শফিকুর রহমান খ) আব্দ্ল্লুাহ গ) নিতুন কুন্ডু ঘ) হামিদুর রহমান ৪০. ভারতবর্ষে সর্বশেষ আগমন করে কারা? ক) পর্তুগিজরা খ) ডেনিসরা গ) দিনেমাররা ঘ) ফরাসিরা ৪১. কোন সন্ধির মধ্যে দিয়ে প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান ঘটে? ক) সালবই সন্ধির খ) তেলগাঁও সন্ধির গ) বারানসি সন্ধির ঘ) ওয়ারগাঁও সন্ধির ৪২. টিপু সুলতানের বাবার নাম কী? ক) হাফিজ খ) নিজাম উদ্দীপন গ) হায়দার আলী ঘ) সুজাউদ্দীন ৪৩. পলাশীর যুদ্ধে নবাবের বাহিনী ভাগীরখী নদীর কোন দিকে অবস্থান নেয়? ক) ২৩ মাইল পশ্চিমে খ) ২৫ মাইল দক্ষিণে গ) ২১ মাইল পশ্চিমে ঘ) ২৩ মাইল দক্ষিণে ৪৪. মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক কে ছিলেন? ক) আব্দুর রব খ) জিয়াউর রহমান গ) এ কে খন্দকার ঘ) খালেদ মোশাররফ ৪৫. বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী ছিল কোথায়? ক) কলকাতায় খ) পাকিস্তানে গ) মুজিবনগরে ঘ) কালীগঞ্জে ৪৬. ঠবৎহধপঁষধৎ চৎবংং অপঃ পাস করেন কে? ক) লর্ড রিপন খ) লর্ড ডালহৌসি গ) লর্ড লিটন ঘ) লর্ড কার্জন ৪৭. ব্রিটিশ অধীনস্ত রাজ্যের উত্তরাধিকারী না থাকলে ওই রাজ্য ব্রিটিশের অধীনে আসারেক কী বলে? ক) বৈদেশিক নীতি খ) স্বত্ববিলোপ নীতি গ) সাম্রাজ্য নীতি ঘ) মারাঠা নীতি ৪৮. কখন গণঅভ্যুত্থান সংঘটিত হয়? ক) ১৮৬৯ সালে খ) ১৯৬৯ সালে গ) ১৯৬৮ সালে ঘ) ১৯৬৮ সালে সঠিক উত্তর: ৩৭. (ক) ৩৮. (ক) ৩৯. (ঘ) ৪০. (ঘ) ৪১. (ক) ৪২. (গ) ৪৩. (ঘ) ৪৪. (গ) ৪৫. (গ) ৪৬. (ক) ৪৭. (খ) ৪৮. (খ) উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: ১৯৭১ সালের ২৮ মার্চ। হাবিব রেডিও শুনছিলেন। ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করল তিনি দেশকে শত্রুমুক্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন? ৪৯. ছয়দফা আন্দোলনের যে গুরুত্ব তা হলো- র. স্বৈরশাসনের শোষণ-নির্যাতন থেকে মুক্তি রর. অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ থেকে মুক্তি ররর. মুসলামান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাইকে নিয়ে মুক্তি নিচের কোনটি সঠিক? ক) চট্টগ্রাম বেতার কেন্দ্র খ) ঢাকা বেতার কেন্দ্র গ) পাকিস্তান বেতার কেন্দ্র ঘ) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ৫০. কে ২৬ মার্চ প্রথম প্রহরেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর সঠিক উত্তর: ৩৭. (ক) ৩৮. (ক) ৩৯. (ঘ) ৪০. (ঘ) ৪১. (ক) ৪২. (গ) ৪৩. (ঘ) ৪৪. (গ) ৪৫. (গ) ৪৬. (ক) ৪৭. (খ) ৪৮. (খ) ৪৯. (ঘ) ৫০. (ক)
×