ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এক দশকে বরিশাল অঞ্চল হবে দেশের বড় অর্থনৈতিক জোন

প্রকাশিত: ০৬:৪৬, ১৭ জানুয়ারি ২০১৬

এক দশকে বরিশাল অঞ্চল হবে দেশের বড় অর্থনৈতিক জোন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের ক্ষমতায় এলে দেশের সামগ্রিক উন্নয়ন হয়। বর্তমান সরকার আমল তার জ্বলন্ত প্রমাণ। আগামী এক দশকে বরিশাল অঞ্চল হবে বাংলাদেশের একটি বড় অর্থনৈতিক জোন এবং সেই লক্ষ্যেই সরকার পায়রা সমুদ্রবন্দরসহ বৃহত্তর বরিশাল অঞ্চলের উন্নয়নের কাজ শুরু করেছে। অতীতের সরকারগুলো নিজেদের সুবিধা নিয়ে জনগণের প্রকৃত উন্নয়ন করেনি। তিনি শনিবার বেলা ১১টায় ঝালকাঠি পুরাতন স্টেডিয়ামে প্রায় ১৫ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়ের আহমেদ উদ্বোধক ছিলেন। বিশেষ অতিথি ছিলেনÑ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নেতা বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হাসেন, কেন্দ্রীয় নেতা ধীরেন্দ্রনাথ সম্ভু এমপি, ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন ও বরিশালের সংসদ সদস্য জৈয়বুন নেছা আফরোজ। সম্মেলনে সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। দ্বিতীয় কাউন্সিল অধিবেশনে মন্ত্রী আলহাজ আমির হোসেন আমুর সভাপতিত্বে কাউন্সিলরদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আলহাজ সরদার মোঃ শাহ আলমকে সভাপতি ও খান সাইফুল্লাহ পনিরকে আগামী ৩ বছরের জন্য সম্পাদক নির্বাচন করে ৭৭ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিলকে কেন্দ্র করে শহরকে অর্ধশতাধিক তোরণ দিয়ে সাজানো হয়েছে। এ যাবত কালের মধ্যে জেলা আওয়ামী লীগের কাউন্সিলকে নিয়ে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াই বন্ধ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ যান্ত্রিক ত্রুটির কারণে টানা সাত দিন ধরে বন্ধ রয়েছে ঠাকুরগাঁও সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম। মিল বন্ধ থাকায় আখ নিয়ে বিপাকে পড়েছেন চাষীরা এবং তারা বিক্ষুব্ধ হয়ে উঠছেন। মিলটির সমস্যা নিয়ে মাঝে মাঝে চলতে থাকে আবার বন্ধ হয়ে যায়। এভাবে গত শনিবার মিলটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। চলতি মৌসুমে ৯০ হাজার টন আখ মাড়াই করে ৬ হাজার ৫২৫ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ২২ হাজার ৭শ’ টন আখ মাড়াই করে ১ হাজার ৫০ টন চিনি উৎপাদনের পর বন্ধ হয়ে যায় মিলটি। মিলটি বন্ধ থাকায় জেলার আখচাষীরা ৫ দিন ধরে মিলগেটে আখ এনে সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েছেন। দেখা দিয়েছে তীব্র্র ক্ষোভ। মাঠে ৫১টি কেন্দ্রে ক্রয়কৃত আখ পড়ে রয়েছে। চাষীদের অভিযোগ, মিল কর্তৃপক্ষ চাষীদের সঙ্গে সমন্বয় না করায় আখ নিয়ে হয়রানির শিকার হচ্ছেন তারা। এদিকে দীর্ঘদিন থেকে মিলটি আধুনিকায়নের দাবি জানিয়ে আসছেন বলে জানান স্থানীয় চাষী ও শ্রমিকরা। মিলটি দীর্ঘদিনের পুরাতন এবং দক্ষ শ্রমিক দ্বারা না চালানোর কারণে বারবার মিলটি বন্ধ হচ্ছে বলে জানান মিল মেরামত করতে আসা বাষ্পইঞ্জিন চালক। এ বিষয়ে সুগারমিলের এমডি প্রকৌশলী এনায়েত হোসেন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে মাঝে মধ্যে মিলটি বন্ধ হয়ে যাচ্ছে। মেরামতের জন্য বিভিন্ন মিল থেকে দক্ষ মেকানিক্স নিয়ে আসা হচ্ছে। ২ দিনের মধ্যে মেরামত শেষ হবে আশা করছি। ক্রয়কৃত আখ পঞ্চগড় ও সেতাবগঞ্জ চিনিকলে পাঠানো হচ্ছে। মিলটি এবার দ্রুত চালুকরণের ব্যবস্থাসহ আগামী মাড়াই মৌসুমের আগেই আধুনিকায়নের দাবি স্থানীয় চাষীদের।
×