ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উত্তরাঞ্চলের জয়, মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ ড্র

প্রকাশিত: ০৫:৪০, ১৬ জানুয়ারি ২০১৬

উত্তরাঞ্চলের জয়, মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চারদিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে বিসিবি উত্তরাঞ্চল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তারা ৭৪ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলকে। অন্য ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ড্র করেছে ওয়ালটন মধ্যাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। আগের দিনের ৪ উইকেটে ১৫৬ রান তোলা উত্তরাঞ্চলের দ্বিতীয় ইনিংস চতুর্থ দিনে আব্দুর রাজ্জাকের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৮২ রানেই থুবড়ে পড়ে। ৫৮ রানে ৭ উইকেট নেন রাজ্জাক। দক্ষিণাঞ্চলের জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৩১ রান। ওপেনার শাহরিয়ার নাফীস ৭৪ রানের ইনিংস খেললেও আর কেউ সুবিধা করতে পারেনি। তাইজ্লু ইসলামের (৫/৩৮) ও নাসির হোসেনের (৩/১৪) বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় দক্ষিণাঞ্চল। ৭৪ রানে জয় পায় উত্তরাঞ্চল। অপর ম্যাচে আগেরদিনের ৩ উইকেটে ৬৪ রান নিয়ে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানে থেমে যায় মধ্যাঞ্চল। তানভীর হায়দার ৪৬ ও শামসুর রহমান ৩০ রান করেন। আবু জায়েদ ৪টি ও আবুল হাসান ৩টি উইকেট নেন। ২০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেটে ১৮৩ রান তোলে পূর্বাঞ্চল। ওপেনার তাসামুল হক ১১০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৯১ রানে অপরাজিত ছিলেন। অলক কাপালী করেন ৩৯। ৩৪ রানে ৩ উইকেট নেন সৈকত আলী।
×