ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৫:৪৩, ১৫ জানুয়ারি ২০১৬

ফ্যাশন সংবাদ

ইন্ডিগো শীত এসে গেছে। তাই ফ্যাশন হাউসগুলোতে লেগেছে শীতের হাওয়া। শীতকে সামনে রেখে ফ্যাশন হাউস ইন্ডিগো নিয়ে এসেছে বাহারি ডিজাইনের গরম পোশাক ইন্ডিগো শীত ঋতু উপলক্ষে ফ্যাশন সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক এনেছে। ইন্ডিগোর শীত ঋতুর পোশাকগুলোতে ফুটে উঠেছে বর্তমান ট্রাডিশন। ইন্ডিগোর পোশাকগুলোর অন্যতম বৈশিষ্ট্য মার্জিত কালার কম্বিনেশন। পোশাকের কাপড়ের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে সম্পূর্ণ কটন কাপড়। তারুণ্যের চাহিদা বিবেচনায় শতভাগ সুতি কাপড়ে এবং হালকা কালারের ভেতর পোশাকের ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্য। ফ্যাশন হাউস ইন্ডিগো শীত ঋতুতে নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে ফুল হাতা শার্ট, টি-শার্ট, পলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, পানজাবি, ব্লেজার। এছাড়াও ইন্ডিগো বাচ্চাদের জন্য এনেছে এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক। নতুন সবগুলো পোশাক পাওয়া যাবে, ১৫/৪ মধ্যবাড্ডা, প্রগতি সরণি, ঢাকা ১২০০। মুঠোফোন : ০১৬২৬ ২৭১ ৮৮৮। ইয়েস পয়েন্ট শীত মৌসুমে আকর্ষণীয় ডিজাইনের কালারফুল হুডি, ফুলহাতা টি-শার্ট, ফলো টি-শার্ট এবং পাঞ্জাবি নিয়ে এসেছে ফ্যাশন হাউস ইয়েস পয়েন্ট। মূলত তারুণ্যের কথা মাথায় রেখেই প্রতিটি উপলক্ষে তাদের শো-রুমে নিয়ে আসা হয় নতুন নতুন ডিজাইনের সব পোশাক। বরাবরের মতো এবারের শীতেও হুডি, টি-র্শাট, শার্ট, পাঞ্জাবি থাকছে ইয়েস পয়েন্টে। খুচরা পাশাপাশি পাইকারিও পাওয়া যাবে এসব পোশাক। যোগাযোগ : ১২৪/এ, আজিজ সুপার মার্কেট [২য় তলা], শাহবাগ, ঢাকা মোবাইল : ০১৯১১৮৯৯১৮৫। মেঘ দেশের অন্যতম ফ্যাশন হাউস মেঘ নিয়ে এসেছে ক্রেতাদের পছন্দ উপযোগী সব পোশাক। মেঘ বরাররই ফ্যাশনে যোগ করে নতুন মাত্রা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক তৈরি করে থাকে ফ্যাশন হাউস মেঘ। মেঘ সব ধরনের পোশাকই ক্রেতাদের সাধ্যের মধ্যে । মেঘের প্রায় সব পোশাকই তরুণের কথা মাথায় রেখে একটু ফ্যাশনেবল করে তৈরি করা হয়। মেঘের সকল শো-রুমে এখন পাওয়া যাচ্ছে নতুন ডিজাইনের সব আকর্ষণীয় সব পোশাক। মেঘের আকর্ষণীয় সব পোশাক পেতে যোগাযোগ করুন আজিজ সুপার মার্কেট, সীমান্ত স্কয়ার ও মিরপুর অরজিনাল । বিহঙ্গ বিহঙ্গ শীত ঋতুর হিম হিম ঠা-ায় ফ্যাশন সচেতন ছেলেদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাকের সম্ভার নিয়ে এসেছে। বিহঙ্গর ডিজাইনার নয়ন তাঁর মেধা ও প্রজ্ঞার মাধ্যমে নতুন আঙ্গিকের পোশাকের উপস্থাপন করছেন। তার ঋতু উপযোগী পোশাকে পাওয়া যায় বৈচিত্র্য আর নানা রঙের বিন্যাস। কখনো বিমূর্ত কখনও বা জ্যামিতিক নক্সা দিয়ে করেন নানা ধরনের ডিজাইন। শীত ঋতুতে তিনি তৈরি করেছেন আকর্ষণীয় ডিজাইনের হুডি, ফুল হাতা টি-শার্ট। প্রতিটি পোশাকে করা হয়েছে উজ্জ্বল রঙের আধুনিক ধারার মোটিফ। পাইকারি ও খুচরা বিক্রয় কেন্দ্র ৪০ আজিজ সুপার মার্কেট (গ্রাউন্ড ফ্লোর), শাহ্Ÿাগ, ঢাকা। মুঠোফোন : ০১৮১৯ ২৫ ৪৬ ৭৮, ০১৭১২ ৬৭৮ ৯৩৪। কাকুর কিচেন নতুন দুই পদ নিয়ে এলো ফার্মগেটের নতুন রেস্তোরাঁ কাকুর কিচেন। নতুন দুই পদ হলো দম বিরিয়ানি ও দম বিফ কাচ্চি। এই দুই খাবারের স্বাদ পাওয়া যাবে ফার্মগেটের প্রধান রেস্তোরাঁ ও ঢাকা আন্তজার্তিক বাণিজ্য মেলার অস্থায়ী স্টলে। উল্লেখ্য বাণিজ্য মেলার ১০ নম্বর স্টল সাজানো হয়েছে প্রধান কাকুর কিচেনের স্টাইলে। এখানেই পাওয়া যাবে এই পদের বিরিয়ানি। বাণিজ্য মেলা উপলক্ষে দামও রাখা হয়েছে হাতের নাগালে। পরিবেশন ও আপ্যায়নের দিকেও আনা হয়েছে ভিন্নতা। এছাড়া বাণিজ্যমেলায় খাবার খেয়ে ফেসবুক এ চেকইন দিলেই পাওয়া যাবে ১০% ডিসকাউন্ট কুপন। যে কুপন দিয়ে ডিসকাউন্ট সুবিধা নেয়া যাবে ফার্মগেটের কাকুর কিচেন রেস্তোরাঁয়। বিস্তারিত জানতে ০১৭২২২৩২২২৬ প্রেসের প্রয়োজনে : ০১৯১৪৭০২৩১২ চালডাল পৃথিবীর সেরা পাঁচ শতাধিক নতুন উদ্যোগের মধ্যে সেরা দশ নির্বাচন করেছে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস কর্তৃক বিশ্বসেরা স্টার্টআপ সহায়তাকারী প্রতিষ্ঠান ‘ওয়াই কম্বিনেটর’। বিশ্বসেরা দশ নতুন উদ্যোগের তালিকায় নয় (৯) নম্বরে রয়েছে বাংলাদেশের গ্রোসারি শপ চালডাল ডট কম। চালডাল বাংলাদেশের জনগণকে এক দোকানে নিত্য প্রয়োজনীয় সব পণ্য পাওয়ার সুবিধা দিচ্ছে। আছে তিনটি ওয়্যারহাউসে ৪ হাজারের বেশি প্রোডাক্ট। প্রতিদিন গড়ে ৪০০ কাস্টমারদের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে তারা। এক ঘণ্টার মধ্যেই পণ্য কাস্টমারদের হাতে পৌঁছে দিচ্ছে চালডাল।
×