ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিজ জিতল মিরাজরা

প্রকাশিত: ০৪:২৪, ১৫ জানুয়ারি ২০১৬

সিরিজ জিতল মিরাজরা

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাঠে বিশ্বকাপ মিশনে নামার আগে দারুণ এক আত্মবিশ্বাস পেয়ে গেল বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ-১৯ দলের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে যুবারা। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয় যুবাদের ১৭১ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে বাংলাদেশের যুবারা। ওপেনার পিনাক ঘোষের দারুণ সেঞ্চুরি হাঁকিয়ে করেন ১০৯ রান। বাংলাদেশ তুলেছিল ৫ উইকেটে ২৯৯ রান। জবাবে ৪৯.৩ ওভারে ১২৮ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়েছিল বাংলাদেশের যুবারা। দলীয় ৪৪ রানের মধ্যে সাইফ হাসান (৫) ও জয়রাজ শেখ (২১) সাজঘরে ফেরেন। তবে তৃতীয় উইকেটে ১৭৯ রানের বিশাল জুটি গড়ে দলকে বড় সংগ্রহ গড়ার ভিত দেন পিনাক-নাজমুল হোসেন শান্ত। পিনাক ১৩৫ বলে ৯ চারে ১০৯ রান করে ফিরে যান। আর শান্ত খেলেন ৯৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ৭৯ রানের ইনিংস। পরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বিস্ফোরক এক অর্ধশতক হাঁকান। তিনি ২৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করে অপরাজিত থাকেন। শেষ ১০ ওভারে বাংলাদেশের যুবারা তোলে ১০৪ রান। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৯ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। দুই উইকেট নেন আলজারি জোসেফ। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ-১৯ দল। দুই পেসার মেহেদী হাসান রানা ও মোহাম্মদ সাইফুদ্দিন প্রথম থেকেই চেপে ধরেন সফরকারী ব্যাটসম্যানদের। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ক্যারিবীয়দের হয়ে বড় কোন ইনিংস খেলতে পারেনি তারা। পরের দিকে বাংলাদেশী স্পিনাররা তাদের ইনিংস মুড়িয়ে দেয়। ৩ বল বাকি থাকতেই মাত্র ১২৮ রানে শেষ হয় ক্যারিবীয়দের ইনিংস। কিমো পল সর্বোচ্চ ২৫ ও গিডরন পোপ ২৩ রান করেন। তিনটি করে উইকেট নেন রানা (৩/৩৫) ও সালেহ আহমেদ শাওন (৩/১৯)। সাইফুদ্দিন নেন দুই উইকেট। ১৭১ রানের বিশাল জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
×