ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিরছেন আমির

প্রকাশিত: ০৪:২৪, ১৫ জানুয়ারি ২০১৬

ফিরছেন আমির

স্পোর্টস রিপোর্টার ॥ ছয় বছর আগে নিউজিল্যান্ড সফর করেছিলেন মোহাম্মদ আমির। কিন্তু পাকিস্তানের তরুণ প্রতিভাবান এই ক্রিকেটারের জন্য এবারের সফরটা একেবারেই অন্যরকম। এটা তার পুনর্জন্মের মতোই। সবকিছু ঠিক থাকলে আজ অকল্যান্ডের ইডেন পার্কেই মাঠে নামতে দেখা যাবে আমিরকে। যে কারণে বিশ্ব ক্রিকেটপ্রেমীদেরই চোখ আজ তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে। স্পট ফিক্সিংয়ের অপরাধে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিন আমিরের। বর্তমানে ২৩ বছর বয়সী সেই পাক পেসার মাত্র ১৭ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই আলোড়ন তুলেছিলেন। কিন্তু বিধি বাম। টাকার লোভ সামলাতে পারেননি। জড়িয়ে পড়েন স্পট ফিক্সিংয়ে। সেই কলঙ্ক ঘুঁচিয়ে আবারও নিজেকে প্রমাণের দারুণ সুযোগ তার সামনে। কোচ ওয়াকার ইউনুস থেকে শুরু করে অধিনায়ক শহীদ আফ্রিদি কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে এই ম্যাচের দিকে তাকিয়ে পাকিস্তানসহ ক্রিকেট দুনিয়ার সব ভক্ত-অনুরাগীরাই। তবে নিউজিল্যান্ডের মাটিতে খেলাটা পাকিস্তানের জন্য সহজ হবে না। কেননা সম্প্রতি শ্রীলঙ্কা তিন ফরমেটের ক্রিকেটেই সিরিজ হেরেছে। তাছাড়া সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে হারার দুঃখ স্মৃতিও রয়েছে আফ্রিদিদের। তারপরও ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান। এদিকে নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামের অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দিবেন কেন উইলিয়ামসন। সেমিতে সিবুলকোভা স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের আগে দারুণভাবেই প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছেন ডোমিনিকা সিবুলকোভা। কেননা দারুণ জয় দিয়েই হোবার্ট ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। বৃহস্পতিবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তৃতীয় বাছাই সিবুলকোভা ৭-৫ এবং ৬-৩ গেমে হারান হল্যান্ডের কিকি বার্টেন্সকে।
×