ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সার্কুলারের জন্য ব্যবসায়ীদের অভিনন্দন

ধাতব মুদ্রা গ্রহণে ব্যাংকগুলোকে বাধ্য করার দাবি

প্রকাশিত: ০৬:৫২, ১৪ জানুয়ারি ২০১৬

ধাতব মুদ্রা গ্রহণে ব্যাংকগুলোকে বাধ্য করার দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ধাতব মুদ্রা (কয়েন) গ্রহণে বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তফসিলি ব্যাংকগুলোকে চিঠি দেয়ার ঘটনায় সরকার, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির নেতারা। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ এ আইন মানতে ব্যাংকগুলোকে বাধ্য করারও দাবি জানান তারা। বুধবার সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরী সাধারণ সভায় এ দাবি জানানো হয়। সমিতির সভাপতি মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল হক রেজুর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মোঃ জালাল উদ্দিন বলেন, ধাতব মুদ্রা নিয়ে তফসিলি ব্যাংকগুলোর খামখেয়ালিপনায় হাজার হাজার বেকারি মালিক এখন পথে বসার উপক্রম। এমন অনেক বেকারি মালিক রয়েছেন যাদের পুঁজির প্রায় পুরোটাই কয়েনে আটকে আছে। ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ক্রমাবনতি হওয়ায় বেসরকারী ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন প্রজন্মের ৯টি ব্যাংকের মধ্যে এ প্রথম কোন একটি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হলো। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের মহাব্যবস্থাপক এ এন এম আবুল কাশেমকে বেসরকারী খাতের এ ব্যাংকটিতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা, অডিট কমিটির সভা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সভায় তিনি উপস্থিত থাকবেন এবং ব্যাংকিং কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জনকণ্ঠকে বলেন, ব্যাংকটির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় চরম অবনতি ঘটায় সেখানে কেন্দ্রীয় ব্যাংক থেকে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হলো। ব্যাংকটির বিভিন্ন ধরনের ঝুঁকি মেকাবেলায় পর্যবেক্ষক কাজ করবেন। -অর্থনৈতিক রিপোর্টার স্টল বরাদ্দে টাকা পরিশোধ না করায় অভিযান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন ও স্টলের বরাদ্দের টাকা পরিশোধ না করায় ওইসব প্যাভিলিয়ন ও স্টলের মালিকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মেলা কমিটি। এদিকে অভিযান শেষে অভিযুক্ত প্যাভিলিয়ন, স্টলের কর্মী ও মালিকরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেছেন মেলা প্রাঙ্গণে। এছাড়া বাণিজ্য মেলায় চাঁদাবাজির অভিযোগ এনে সব খাবারের দোকান বন্ধ করে দিয়েছেন মালিকরা। বুধবার বেলা সোয়া ১১টার দিকে অভিযান শেষ হয়। এরপরেই শুরু হয় বিক্ষোভ মিছিল। মেলা কমিটির সেক্রেটারি মেম্বার ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মোহাম্মাদ রেজাউল করিম অভিযানের নেতৃত্ব দেন। অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, এখনও অনেক প্যাভিলিয়ন, স্টল ও হোটেল মালিকরা ফি পরিশোধ করেন নি। তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×