ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিএল শুরু আজ

প্রকাশিত: ০৫:৫৫, ১২ জানুয়ারি ২০১৬

বিসিএল শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল)। অনুর্ধ ১৯ বিশ্বকাপের জন্য সব আন্তর্জাতিক ভেন্যু ব্যস্ত থাকার কারণে এবার বিসিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। আজ উদ্বোধনী দিনে প্রথম চারদিনে ম্যাচে বগুড়ায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল এবং রাজশাহীতে বিসিবি উত্তরাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল মুখোমুখি হবে। এবার বিসিএল প্রথমবারের মতো ডাবল লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ফলে প্রতি দল পরস্পরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। ফলে সবমিলিয়ে ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে দেশের এ দুই ভেন্যুতে। সেক্ষেত্রে বিসিবির দেয়া সময়সূচী অনুসারে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে বিসিএল। প্রথম দিকে জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে না পারলেও শেষদিকে বেশ কয়েকজন সুযোগ পাবেন বিসিএল খেলার। তবে ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অনুর্ধ ১৯ বিশ্বকাপের জন্য যুব ক্রিকেটাররা অংশ নিতে পারছেন না এবারের বিসিএলে। ফলে তারকাশূন্যতা নিয়েই এবার বিসিএল শেষ হবে। বিসিবি অংশগ্রহণকারী চার দলেরই ১৫ জনের স্কোয়াড দিয়েছে সোমবার। এবার প্রাইম ব্যাংক পূর্বাঞ্চলের অধিনায়ক অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক, ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের অধিনায়ক মুমিনুল হক সৌরভ, ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক মোশাররফ হোসেন রুবেল এবং বিসিবি উত্তরাঞ্চলের অধিনায়ক নাঈম ইসলাম। কিশোরগঞ্জে টি২০ ক্রিকেট টুর্নামেন্ট নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ ক্রিকেট অঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা এবং অতীতের মতো জাতীয় পর্যায়ে ক্রিকেটার তৈরির লক্ষ্যে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণে টি২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। সোমবার স্টেডিয়াম মিলনায়তনে টুর্নামেন্টের আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। এ সময় টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, টুর্নামেন্ট উদ্বোধনের আগের দিন বিকেলে শহরে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করাসহ ওইদিন সন্ধ্যায় স্টেডিয়ামে আকর্ষণীয় আতশবাজির আয়োজন করা হবে। সাত বছর পর ক্রিকেট টুর্নামেন্টকে নতুন প্রজন্মের কাছে আরও বেশি জনপ্রিয় করে তোলাই লক্ষ্যই। জেলা ক্রীড়া সংস্থার অধীনে প্রথম বিভাগের ১২টি টিম নিয়ে বিপিএলের আদলে এ টুর্নামেন্টটি হওয়ায় জাতীয় পর্যায়ের পৃষ্ঠপোষক, সংগঠক ও জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের পদচারণায় মুখরিত হবে কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গন। আগামী ১৬ জানুয়ারি সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, বিশেষ অতিথি টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি, রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, ফরহাদ হোসেন দোদুল এমপি ও জাতীয় ক্রিকেট দলের ফার্স্ট বোলার তাসকিন আহমেদ উপস্থিত থাকবেন। চতুর্থ পর্বে চেলসি স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের চতুর্থ পর্ব নিশ্চিত করেছে চেলসি। রবিবার রাতে তৃতীয় পর্বের ম্যাচে তৃতীয় সারির দল স্কানথর্পকে ২-০ গোলে হারায় দ্য ব্লুজরা। ঘরের মাঠ লন্ডনের স্টামফোর্ড ব্রিজে চেলসির হয়ে গোল করেন দিয়াগো কোস্তা ও লোফটাস-চিক। স্টামফোর্ড ব্রিজে ম্যাচের ১৩ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার কোস্তার গোলে এগিয়ে যায় চেলসি। আর ৬৮ মিনিটে ইংলিশ মিডফিল্ডার রুবেন লোফটাস-চিকের গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। বাজে পারফর্মেন্সের কারণে বরখাস্ত জোশে মরিনহোর জায়গায় আসা নতুন ডাচ্ কোচ গাস হিডিঙ্কের অধীনে চেলসির এটা দ্বিতীয় জয়। টটেনহ্যাম হটস্পার ও লিচেস্টার সিটির মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। প্রিমিয়ার লীগে চমক দেখিয়ে চলা লিচেস্টার পিছিয়ে পড়েও একপর্যায়ে ২-১ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করার পথে ছিল। কিন্তু ৮৯ মিনিটে টটেনহ্যামের হয়ে সমতাসূচক গোলটি করেন হেরি কেন। দু’দলকে তাই খেলতে হবে রিপ্লে ম্যাচ। ম্যাচটি হবে ১৯ জানুয়ারি। জাতীয় কাবাডি দলকে ওয়ালটনের ট্র্যাকস্যুট স্পোর্টস রিপোর্টার ॥ ৬-১৬ ফেব্রুয়ারি ভারতের অসম রাজ্যের গৌহাটি এবং মেঘালয়ের রাজধানী শিলংয়ে অনুষ্ঠিত হবে এসএ গেমস। এই আসরে অংশ নেবে বাংলাদেশ জাতীয় কাবাডি দল। এসএ গেমস উপলক্ষে নীবিড় অনুশীলন চলছে পুরুষ কাবাডি দলের। সোমবার ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিকস, অটোমোবাইলস ও হোম এ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ওয়ালটন’ ট্র্যাকস্যুট প্রদান করেছে। ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) পুরুষ কাবাডি দলকে এই পোশাক প্রদান করেন।
×