ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিডনিতে ইরানি-কারবারের জয়

প্রকাশিত: ০৫:৫২, ১২ জানুয়ারি ২০১৬

সিডনিতে ইরানি-কারবারের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রিসবেনে দারুণ এক সপ্তাহ কাটিয়েছেন জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবার। কিন্তু শেষ পর্যন্ত ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায় তার। তবে ব্রিসবেনের শিরোপা জিততে না পারার আক্ষেপ সিডনিতে ঘুচাতে চান তিনি। তাই তো দুর্দান্ত শুরু করেছেন জার্মান তারকা। সোমবার টুর্নামেন্টের প্রথম পর্বে এ্যাঞ্জেলিক কারবার ৪-৬, ৬-০ এবং ৬-৩ গেমে হারিয়েছেন ইউক্রেনের এলিনা ভিতলিনাকে। এছাড়াও জয়ের দেখা পেয়েছেন রাশিয়ার একাটেরিনা মাকারোভা, এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা, সাবিনে লিসিকি এবং ইতালির সারা ইরানিও। গত মৌসুমে নিষ্প্রভ ছিলেন এ্যাঞ্জেলিক কারবার। তবে নতুন মৌসুমে নতুন উদ্যমে শুরু করেছেন তিনি। ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে তার পারফর্মেন্সই বড় প্রমাণ। মৌসুমের প্রথম টুর্নামেন্টের ফাইনালে উঠে র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তার। র‌্যাঙ্কিংয়ের সাত নাম্বারে উঠে এসেছেন তিনি। ব্রিসবেনের পর সিডনিতেও জয় দিয়ে শুরু করেছেন জার্মান তারকা। এতে দারুণ রোমাঞ্চিত কারবার। তবে প্রতিপক্ষ হিসেবে ভিতলিনা যে কঠিন সেটা স্বীকার করেছেন তিনি। এ বিষয়ে এ্যাঞ্জেলি কারবার বলেন, ‘এটা ছিল কঠিন একটি ম্যাচ। এ বিষয়ে কোন সন্দেহ নেই। প্রথম কয়েকটি গেমসের পর আমি খুব অস্বস্তিবোধ করছিলাম। বিশেষ করে আমার পাকস্থলিতে কিছু একটা সমস্যা হচ্ছিল। প্রচ- উত্তপ্ত ছিল। যে কারণে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার শক্তিমত্তা সেভাবে কাজ করছিল না। তাই তার বিপক্ষে শতভাগ দিতে পারিনি। তবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত জয়ের জন্য চেষ্টা করে গেছি। নিজের খেলায় মনোযোগী হয়ে পয়েন্ট বাই পয়েন্ট লাভের আশা খেলেছি। কখনই পরিস্থিতি সম্পর্কে খুব একটা ভাবিনি।’ প্রথম সেটে হারের পর কৌশল বদলিয়ে ফেলেন কারবার। এ বিষয়ে জার্মান তারকা বলেন, ‘দ্বিতীয় সেটে আমি অনেক বেশি আক্রমণাত্মক খেলার চেষ্টা করি। সেও বেশি বেশি ভুল করতে থাকে। তৃতীয় সেটে আমার সর্বোচ্চটা দিয়ে খেলেই জয় ছিনিয়ে নিয়ে এসেছি। প্রকৃতপক্ষে সিডনির পারফর্মেন্সে আমি খুবই সন্তুষ্ট।’ ভিতলিনার বিপক্ষে কোর্টে অস্বস্তিতে থাকলেও সংবাদ সম্মেলনে ঠিকই সুস্থবোধ করার কথা জানান টুর্নামেন্টের চতুর্থ বাছাই। জার্মান তারকার লক্ষ্য এখন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও নিজের সেরাটা উপহার দেয়া। আর র‌্যাঙ্কিংয়ে অগ্রগতির বিষয়ে কারবার বলেন, ‘আমি চাই মৌসুমের পুরোটা সময়ই টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা। সেইসঙ্গে নিজের খেলায় মনোযোগ দেয়ার পাশাপাশি বড় বড় টুর্নামেন্টগুলোতে আরও বেশি গুরুত্ব দেয়ার কথাও জানিয়ে দিয়েছেন এ্যাঞ্জেলিক কারবার। কারবারের মতো জয়ের দেখা পেয়েছেন তার স্বদেশী সাবিনে লিসিকি। প্রথম পর্বে তিনি ৬-৪ এবং ৬-৩ গেমে পরাজিত করেছেন সেøাভাকিয়ার পোলোনা হার্কোগকে। রাশিয়ার দুই তারকা একাটেরিনা মাকারোভা এবং এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাও দারুণ জয়ে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের টিকেট নিশ্চিত করেছেন। মাকারোভা এদিন ৬-৪, ৪-৬ এবং ৬-২ গেমে পরাজিত করেছেন উজবেকিস্তানের ড্রানিস ইস্তোমিনকে। এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা ৬-১ এবং ৭-৬ (৭/১) গেমে হারিয়েছেন স্পেনের লারা অরাবারেনাকে। লজ্জাজনকভাবে হেরে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েছেন আরেক স্প্যানিশ তারকা কার্লা সুয়ারেজ নাভারোও। সোমবার প্রথম পর্বে ইতালির সারা ইরানির কাছে ৬-৩ এবং ৬-৩ গেমে হেরে ছিটকে পড়েন সপ্তম বাছাই নাভারো। সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। কিন্তু চোটের কারণে এই ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। শুধু কেভিতোভাই নন, ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন দ্বিতীয় বাছাই এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কাও। এছাড়াও ইনজুরিতে ভোগছেন সেরেনা উইলিয়ামস-মারিয়া শারাপোভার মতো তারকারা।
×