ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি২০তে ‘হোয়াইটওয়াশ’ শ্রীলঙ্কা, এবার সফরকারীদের হার ৯ উইকেটে

অকল্যান্ডে মুনরো-গাপটিল ঝড়

প্রকাশিত: ০৪:২৬, ১১ জানুয়ারি ২০১৬

অকল্যান্ডে মুনরো-গাপটিল ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ দীনেশ চান্দিমালদের ওপর দিয়ে বয়ে গেল কলিন মুনরো-ঝড়। ঝড়ের সে হাওয়াটাকে উস্কে দিলেন সতীর্থ মার্টিন গাপটিল। আর তাতে ল-ভ- শ্রীলঙ্কা। নিউজিল্যান্ড সফরে টেস্টের পর আরও একটি ‘হোয়াইটওয়াশের’ পথে দ্বিতীয় ও শেষ টি২০তে সফরকারীদের হার ৯ উইকেটে। অকল্যান্ডে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে ১০ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক কিউইরা। টি২০তে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড গড়ে (১৪ বলে ৫০*) ‘নায়ক’ কলিন মুনরো। ২৫ বলে ৬৩ রানের পথে কম যাননি গাপটিলও। ব্যর্থ সফরে আরও এক লজ্জার হারে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে তিনে নেমে গেল টি২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা! ভাগ্যিস ১৪ বলে ১ চার ও ৭ ছক্কায় মুনরো যখন ৫০Ñএ পা রাখেন নিউজিল্যান্ড তখন জয়ের বন্দরে, নইলে কী যে হতো! ব্যাটটাকে তরবারি বানিয়ে শ্রীলঙ্কান বোলারদের কচুকাটা করেছেন দুই বছরের ক্যারিয়ারে মাত্র ১ টেস্ট ও ১২ ওয়ানডের বিপরীতে ২০ টি২০ খেলা ডাবলিন প্রতিভা। মুনরো নেমেছিলেন ওয়ান ডাউনে। তার আগে ২৫ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৩’র পথে ১৯ বলে ৫০ রান করেন গাপটিল। ২৩ বলে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির আগের রেকর্ডটা (২০১০ সালে, পাকিস্তানের বিপক্ষে) ছিল তারই, নিজের সেই রেকর্ডটাই ভেঙে ফেলেন ফর্মের তুঙ্গে থাকা এই কিউই ওপেনার। বিধি বাম। যেটি স্থায়ী হয় মোটে ২০ মিনিট! ১৪ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে সেটিকে নিজের করে নেন সতীর্থ মুনরো। ছোট্ট ভার্সনে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটা অবশ্য যুবরাজ সিংয়ের দখলে। ২০০৭ প্রথম টি২০ বিশ্বকাপে এক ওভারে ছয়-ছক্কার সেই ম্যাচে মাত্র ১২ বলে ৫০ রান করেছিলেন ভারতীয় ক্রিকেটের প্লে-বয়। গাপটিল আউট হওয়ার পর ক্রিজে আসেন মুনরো। ব্যাট হাতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। অভিনব, একই ম্যাচে মাত্র কিছু সময়ের ব্যবধানে দুবার ভেঙে গেল নিউজিল্যান্ডের পক্ষে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। মুনরোর যেন চার মারায় আগ্রহ ছিল না, বল হাওয়ায় ভাসিয়ে গ্যালারিতে ফেলাতেই যত আনন্দ...। ১ চারের বিপরীতে ৭ ছক্কা!! টি২০তে হাফ সেঞ্চুরি হাঁকানো কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটিই। মাঠের আকারকে ধন্যবাদ দিতে পারেন ২৮ বছর বয়সী বাঁহাতি। অকল্যান্ডের ইডেন পার্ক বিশ্বের ছোট মাঠগুলোর অন্যতম। মুনরো যখন ব্যাটিং করছিলেন, তখন মাত্রই রেকর্ড গড়ে আসা গাপটিলের কেমন লাগছিল? জানতে মনোবিজ্ঞানীদের দ্বারস্থ হতে হতো। গাপটিল তো বটেই, সাত সমুদ্দুর তের নদীর ওপারে যুবরাজ সিংও হয়ত তখন টেনশনে পড়ে গিয়েছিলেন! এই দুজনের তা-বের কারণে কেন উইলিয়ামসন আড়ালে চলে যান। নিউজিল্যান্ড অধিনায়ক ৩২ করেছেন ২১ বলে। শ্রীলঙ্কার হয়ে চার ওভারে ৪৩ রান দেন পেসার দশমুন্থ চামিরা, অভিষিক্ত জেফরি ভ্যান্ডার্সি ২ ওভারে ৪১! এর আগে শ্রীলঙ্কান ইনিংসের গল্পটা কেবলই এ্যাঞ্জেলো ম্যাথুসের। মোট ১৪২Ñএর মধ্যে ওয়ানডে-টেস্ট অধিনায়ক ৪৯ বলে একাই করেছেন ৮১ রান, চার ৭ ও ছক্কা ৪টি। দিলশানের ২৬ বলে ২৮ উল্লেখ্য। আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
×