ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছয় বছর পর শিরোপা আজারেঙ্কার

প্রকাশিত: ০৫:৫৬, ১০ জানুয়ারি ২০১৬

ছয় বছর পর শিরোপা আজারেঙ্কার

স্পোর্টস রিপোর্টার ॥ ছয় বছর আগে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস আসরের চ্যাম্পিয়ন হয়েছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। ওই সময় দুর্দান্ত ফর্মে ছিলেন বেলারুশের এ টেনিস তারকা। ফলে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ও হয়ে যান। তবে এরপর আর ব্রিসবেনে শিরোপা জেতা হয়নি আজারেঙ্কার। সেই খরাটা কাটালেন এবার। শনিবার ফাইনালে জার্মানির এ্যাঞ্জেলিক কারবারকে সরাসরি ৬-৩, ৬-১ সেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো এখানে শিরোপা জিতলেন সাবেক এ শীর্ষ তারকা। অপরদিকে পুরুষ এককের ফাইনালে উঠেছেন এক নম্বর বাছাই সুজারল্যান্ডের রজার ফেদেরার। বিশ্বের তিন নম্বর র‌্যাঙ্কিংধারী এ সুইস তারকা শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবেন কানাডার মিলোস রাওনিকের। গত বছরও এ দুই তারকা শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিলেন, শেষ হাসিটা ছিল ফেদেরারের মুখেই। টানা তৃতীয়বারের মতো ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে উঠলেন ফেদেরার। ২০১৪ সালে অবশ্য শিরোপা হাতে ওঠেনি, ফাইনালে হেরে গিয়েছিলেন লেইটন হিউইটের কাছে। তবে গত বছর শিরোপা জয় করেন ফেদেরার। এবারও ফেবারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছিলেন। সেমিতে ফেদেরারের প্রতিপক্ষ ছিলেন অষ্টম বাছাই অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েম। কিন্তু একতরফা ম্যাচে অস্ট্রিয়ান তরুণকে হারাতে মাত্র ১ ঘণ্টা সময় নিয়েছেন ফেদেরার। সরাসরি ৬-১, ৬-৪ সেটে বিধ্বস্ত করেন তিনি থিয়েমকে। এবার ফাইনালে শিরোপা ধরে রাখার লড়াই ১৭ গ্র্যান্ডসøাম জয়ী সাবেক এ বিশ্বসেরার। আর এবারের ফাইনাল যেন গত বছরের শিরোপা নির্ধারণী লড়াইটাকেই মনে করিয়ে দিচ্ছে। কারণ গত বছর রাওনিককে হারিয়ে শিরোপা জিতেছিলেন ফেদেরার। এবারও কানাডিয়ান তরুণই প্রতিপক্ষ ফাইনালে। রাওনিকের জন্য তাই প্রতিশোধের লড়াই। অবশ্য ফেদেরার নিজেকে অনেকটাই ধারাবাহিক মনে করছেন এবং নিজের নৈপুণ্যে সন্তুষ্ট। তিনি বলেন, ‘এখন পর্যন্ত যেমন খেলেছি আমি সন্তুষ্ট। আমার মনে হয় এটা আমার চলতি সপ্তাহের সেরা ম্যাচ। আর এখন আমি বেশ ধারাবাহিক। কিন্তু রাওনিকের সঙ্গে সর্বশেষ ১৬ মাস আগে সম্ভবত যে ম্যাচ খেলেছি সেটা বেশ কঠিন ছিল।’ তাই ফেদেরারের ধারাবাহিকতা ধরে রাখাটা সহজ হবে না ফাইনালে। রাওনিক অস্ট্রেলিয়ার তরুণ বার্নার্ড টমিচকে হারাতে বেশ ঘাম ঝরেছে রাওনিকের। ১ ঘণ্টা ৪৭ মিনিটের লড়াইয়ে তিনি শেষ পর্যন্ত জয় পান ৭-৬ (৭-৫) ও ৭-৬ (৭-৫) সেটে। মহিলা এককের শিরোপা আবারও জিতেছেন আজারেঙ্কা। তার কাছে পাত্তাই পাননি জার্মান তারকা কারবার। মাত্র ৭৩ মিনিটেই শেষ হয়েছে লড়াই। এ নিয়ে ৬ বারের সাক্ষাতে প্রতিবারই জয় পেলেন আজারেঙ্কা। ২০০৯ সালে প্রথমবার ব্রিসবেনে শিরোপা জিতেছিলেন বিশ্বের সাবেক এ এক নম্বর তারকা। এবারে দ্বিতীয় শিরোপা জিতলেন। গত আড়াই বছর ধরেই কোন শিরোপা জেতেননি বেলারুশ সুন্দরী। সর্বশেষ ২০১৩ সালের আগস্টে সিনসিনাটি ওপেন জিতেছিলেন। তারপর আবারও জিতলেন কোন ডব্লিউটিএ শিরোপা। ২০১৪ সালে মারাত্মক ইনজুরিতে পড়েছিলেন পায়ের। সে কারণে মাত্র ৯ টুর্নামেন্ট খেলেছিলেন সে বছর। গত বছর ঊরুর ইনজুরিতে খেলা হয়নি। সে কারণে র‌্যাঙ্কিংয়ে পেছাতে পেছাতে বর্তমানে ২২ নম্বরে অবস্থান তার। তবে বছরের শুরুটা ভালভাবে করে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনের জন্য দারুণ অনুপ্রেরণা পেলেন আজারেঙ্কা।
×