ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বর্ষসেরা পুরস্কারের তালিকায় মাশরাফি, তামিম, মাহমুদুল্লাহ, রুবেল ও মুস্তাফিজ

প্রকাশিত: ০৫:২৬, ৯ জানুয়ারি ২০১৬

বর্ষসেরা পুরস্কারের তালিকায় মাশরাফি, তামিম, মাহমুদুল্লাহ, রুবেল ও মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ২০১৫ সালে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। বর্ষসেরা টেস্ট ব্যাটিং, ওয়ানডে বোলিং, ওয়ানডে ব্যাটিং, অভিষিক্ত ক্রিকেটার ও অধিনায়কের পাঁচটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন পাঁচ বাংলাদেশী ক্রিকেটার। তারা হচ্ছেনÑ মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। মাশরাফি বিন মর্তুজা ॥ অনুমিতভাবেই বর্ষসেরা অধিনায়কের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২০১৪ সালে ক্রমাগত হারতে থাকা বিধ্বস্ত একটা দলকে ২০১৫ সালে নতুন করে সাজিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন, দেশের মাটিতে ওয়ানডে সিরিজে হারিয়েছেন পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। ক্রিকইনফোর মতে, বিশ্বজুড়ে বাংলাদেশ ক্রিকেটের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করে দেয়ায় অমর হয়ে থাকবেন ক্যাপ্টেন ম্যাশ! তামিম ইকবাল ॥ বর্ষসেরা টেস্ট ব্যাটিংয়ের তালিকায় মনোনীত হয়েছেন খুলনায় পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালের খেলা ২০৬ রানের দুর্দান্ত দ্বিশতক। দ্বিতীয় ইনিংসে ২৯৬ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ইমরুল কায়েসের সঙ্গে রেকর্ডভাঙ্গা ৩১২ রানের জুটি গড়ে তোলেন তামিম। ২৭৮ বলে ২০৬ রানের ইনিংসে তামিম হাঁকান ২৪টি চার ও ৭টি ছক্কা। মাহমুদুল্লাহ রিয়াদ ॥ বর্ষসেরা ওয়ানডে ব্যাটিংয়ের তালিকায় আছে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ১২৮ রানের অসাধারণ ইনিংসটি। আগের ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সেঞ্চুরি করে বাংলাদেশ দলের কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করেছিলেন রিয়াদ। আর নিউজিল্যান্ডের বিপক্ষে এ সেঞ্চুরিতে বিশ্ব ক্রিকেটেই নিজেকে নতুন করে চিনিয়েছেন রিয়াদ। রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান ॥ তারা দুজনই মনোনয়ন পেয়েছেন বর্ষসেরা ওয়ানডে বোলিংয়ের তালিকায়। ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেয়া রুবেলের সেই বিধ্বংসী স্পেলের (৩৫ রান খরচায় ৪ উইকেট) পাশাপাশি আছে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুস্তাফিজুরের ৪৩ রান খরচায় ৬ উইকেট শিকার জায়গা পেয়েছে এ তালিকায়। রুবেল কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন বাংলাদেশকে আর টানা দ্বিতীয় ৫ উইকেট শিকারে মুস্তাফিজুর সিরিজ হারিয়ে দিয়েছিলেন ভারতকে। বর্ষসেরা অভিষেক তালিকাতেও আছে মুস্তাফিজের নাম। যেখানে ভোট দিতে পারেন আপনিও। ২০১৫ সালে অভিষেক বছরে ৯ ওয়ানডেতে ২৬টি, পাঁচ টি২০তে ৬টি ও ২ টেস্টে ৪টি উইকেট শিকারের সুবাদে তালিকায় মনোনয়ন পেয়েছেন মুস্তাফিজুর। অন্যান্য সকল ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ী ক্রিকইনফোর বিচারকম-লীদের দ্বারা নির্ধারিত হলেও এই ক্যাটাগরির জন্য ভোট করতে পারবেন আপনিও।
×