ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ মামুনুলবাহিনীর জয় দেখতে চান বাস্কেটবলাররা

প্রকাশিত: ০৬:১৩, ৮ জানুয়ারি ২০১৬

আজ মামুনুলবাহিনীর জয় দেখতে চান বাস্কেটবলাররা

স্পোর্টস রিপোর্টার, যশোর থেকে ॥ ওরা বাস্কেটবলার। কিন্তু দেশের ফুটবলের যথেষ্ট খোঁজখবর রাখে। মনেপ্রাণে কামনা করে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জয়। আজ থেকে যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবল আসর ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ।’ তাতে অংশ নিচ্ছে সাত দেশের মোট আটটি দল, যার মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি দল- জাতীয় দল ও অলিম্পিক দল। আজ জাতীয় দলের গ্রুপ পর্বের খেলা শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর এই ম্যাচে যেন মামুনুলবাহিনী জেতে, সেজন্য গলাফাটিয়ে উৎসাহ যোগানোর পাশাপাশি স্রষ্টার কাছে কায়মনো বাক্যে প্রার্থনা করবে যশোরের এপিক বাস্কেটবল কোচিং সেন্টার এবং ফ্যালকন বাস্কেটবল দলের কিছু খেলোয়াড়। শামস-উল-হুদা স্টেডিয়ামের ঠিক পাশেই যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়াম। সেখানেই দেখা গেল বাস্কেটবল খেলার আগে আড্ডায় মশগুল ওই দুটি ক্লাবের বাস্কেটবলারদের। বিষয়বস্তু বঙ্গবন্ধু গোল্ডকাপ। খেলোয়াড়দের মধ্যে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া যেমন শিক্ষার্থী আছে, তেমনি আছে বিবিএ পড়ুয়াও। গাজী আশিক হাসান, শরীফুল ইসলাম রাজন, আজিজুল ইসলাম, বঙ্গ, সাইফুল ইসলাম জনি, জাহাঙ্গীর আলম, মাসুম বিল্লাহ, মারুফ হোসেন, তপু... এরা বাস্কেটবল খেলার পাশাপাশি সময়-সুযোগ পেলেই ফুটবলও খেলে। তারা জানায়, অনেকেই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকেট কিনে নিজেদের ভাগ্যবান মনে করছে। যারা টিকেট কিনতে পারেনি, তারা খেলার দিন বিকল্প উপায়ে খেলা দেখবে। কী সেটা? টিভিতে এবং স্টেডিয়ামের পাশে উঁচু ভবনের ছাদে ওঠে! একজন জানায়, ‘আমরা হোমটিম। মাঠে প্রচুর দর্শক থাকবে। সমর্থন একটা বড় ব্যাপার। আজ বাংলাদেশই জিতবে।’ অধিকাংশেরই প্রিয় বাংলাদেশী ফুটবলার মামুনুল ইসলাম। দু-একজনের অবশ্য প্রিয় জাহিদ হাসান এমিলিও। আরও জানা গেল, বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্যই তাদের বাস্কেটবল লিগ চার দিন পিছিয়ে দেয়া হয়েছে। কিন্তু তাই বলে মোটেও মন খারাপ নয় তাদের, বরং তাদের ভাবনায় আছে আজ মামুনুলবাহিনীর জয়।
×